শেষ আপডেট: 13th February 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান খাবার খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, প্রেম দিবসে চাইনিজে ডুব দিতে চান? আপনার জন্য ভ্যালেন্টাইন্স ডে বিশেষ মেনু নিয়ে হাজির হয়েছে চাওম্যান। রোম্যান্টিক ডিনার হোক বা ঘরোয়া সন্ধে—চাওম্যানের বিশেষ ভ্যালেন্টাইন্স ডে অফারে থাকছে সুস্বাদু খাবারের সঙ্গে ভালবাসার এক অনন্য মেলবন্ধন।
ম্যানচাও স্যুপ, চিলি গার্লিক নুডলস, ওক-টসড হাক্কা নুডলস, কুং পাও ভেজ, ক্যাশুনাট ও শুকনো লঙ্কা-সহ চিকেন এবং মাঞ্চুরিয়ান চিকেনের মতো মুখরোচক পদ উপভোগ করতে পারেন আপনি। খাবার শেষে মিষ্টি মুখ করতে পারেন চকলেট মুস ও আইসক্রিম দিয়ে।
বিশেষ অফার দেখে নিন একনজরে-
দিনের বেলা অফিস, রাতে উদযাপনের প্ল্যান থাকলে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন প্রিয়জনের সঙ্গে। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি চাওম্যানের রাজারহাট ও বাগুইআটি আউটলেটে ক্যান্ডেল-লাইট ডিনার করতে পারেন। টেবিল বুক করতে ফোন করতে হবে ১৮০০৮৯০২১৫০ নম্বরে।
এই চাইনিজ রেস্তরাঁর বর্তমানে কলকাতায় ২২টি আউটলেট রয়েছে। বেঙ্গালুরুতে ৮টি, দিল্লি-এনসিআরে ৪টি এবং হায়দরাবাদে ২টি আউটলেট রয়েছে। চাওম্যানের নিজস্ব অ্যাপ ছাড়াও সুইগি ও জোম্যাটো থেকেও খাবার অর্ডার করতে পারবেন।