Latest News

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, উত্তর থেকে দক্ষিণে পাত পেড়ে অপেক্ষায় ক্লাব ভার্দে

দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই জমিয়ে খাওয়াদাওয়া (food)। এই ক’দিন যেন বাঁধনছাড়া আনন্দ, নো ডায়েট, নো কড়াকড়ি। যেন কব্জি ডুবিয়ে পাত পেড়ে বাঙালি খাবার খাওয়ার ছাড়পত্র নিয়ে আসেন মা। আর তাই বাঙালিও পুজোর চার দিন ভাল খাবার জায়গার সন্ধান করে রাখে আগে থেকেই।

সেই কথা ভেবেই পুজোর পাত সাজিয়েছে ‘ক্লাব ভার্দে‘। নেওটিয়া গ্রুপের এই উদ্যোগে রাজ্যের নানা প্রান্তে ছড়ানো ভূরিভোজ, মহাভোজ, ফিস্টির লম্বা তালিকা। অপেক্ষা শুধু বেছে নেওয়ার এবং তার পরেই পাত পেড়ে বসার।

আবার ফিরল ‘পুজোর গান’! রিলিজ হল বাংলা গানের নতুন অ্যালবাম

১০ থেকে ১৫ অক্টোবর দুর্গাপুজোর ভূরিভোজ নিয়ে তারা হাজির হয়েছে নিউটাউনের ইকোস্পেসের ইকোহাবে। প্রতিদিন বেলা সাড়ে ১২টা থেকে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত রয়েছে জমিয়ে খাওয়াদাওয়ার সুযোগ। ‘অবাক জলপান’ দিয়ে শুরু করে গন্ধরাজ ফিশফ্রাই ছুঁয়ে, নবাবগঞ্জের মুর্গিকারি পার করে রসগোল্লা পর্যন্ত যাত্রায় মন ভরে যেতে বাধ্য আপনার। এই বুফে মেনুর ক্ষেত্রে খরচ পড়বে জনপ্রতি ৭৯৯ টাকা (জিএসটি অতিরিক্ত)। বুকিংয়ের জন্য যোগাযোগ: 033 4031 9000 /87775 08637 / 96095 73736

দেখে নিন ভূরিভোজের (food) সব দিনের সম্পূর্ণ মেনু। ভূরিভোজের পাশাপাশিই পুজোর মহাভোজও সাজিয়েছে ক্লাব ভার্দে। চক গড়িয়ার কর্ডেভিলে রয়েছে ক্লাব ভের্দের ম্যাপেল রুম। সেখানেই পুজোর সব কটা দিন দুপুরে আপনার অপেক্ষায় থাকবে পুদিনার সরবত, মাছের চপ, ছানার পাতুরি, মাটন বিরিয়ানি, মিষ্টি দই– আরও কত কী। এই বুফে মেনুর ক্ষেত্রে খরচ পড়বে জনপ্রতি ৬৮২ টাকা।বুকিংয়ের জন্য যোগাযোগ: 033 2423 9900 /8639671482

দেখে নিন মহাভোজের (food) সব দিনের সম্পূর্ণ মেনু।

পুজোর স্পেশ্যাল ফিস্টও সাজিয়েছে তারা, তবে সেটা হচ্ছে শিলিগুড়িতে। উত্তরবঙ্গের ভোজনরসিকরাও বঞ্চিত হবেন না। মাটিগাড়ার উত্তরায়ণের ক্যাফে মন্টানায় পুজোর দুপুরে মেনু সেজেছে জমিয়ে। চিংড়ির কাটলেট, কচি পাঁঠার ঝোল, নলেনগুড়ের রসগোল্লা– বাঙালিয়ানা যেন উপচে পড়ছে। এই বুফে মেনুর ক্ষেত্রে খরচ পড়বে জনপ্রতি ৬৯৯ টাকা।বুকিংয়ের জন্য যোগাযোগ: 8617503885 /9123391536

দেখে নিন পুজো ফিস্টের (food) সব দিনের সম্পূর্ণ মেনু।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like