Latest News

লোকশিল্প ও ফ্যাশনের অনন্য যুগলবন্দি, আইসিসিআরে আয়োজিত ব্যতিক্রমী প্রদর্শনী

চৈতালি দত্ত

ভারতীয় লোকশিল্প (Folk art) এবং দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসীদের হাতের তৈরি শিল্পকর্ম নিয়ে নিরলস পরিশ্রম করে চলেছে রেড ওকার। এই রেড ওকারের মূল কান্ডারি শিল্পী শর্মিষ্ঠা রায়চৌধুরী।

Image - লোকশিল্প ও ফ্যাশনের অনন্য যুগলবন্দি, আইসিসিআরে আয়োজিত ব্যতিক্রমী প্রদর্শনী

রেড ওকার কলকাতা ভিত্তিক একটি বিশেষ ফোক আর্ট বেসড লাইফ স্টাইল ব্র্যান্ড। যেখানে গ্রামীণ কারিগরদের হাতের শিল্পকলা মূলত তুলে ধরা হয়। সম্প্রতি আইসিসিআর এ অবনীন্দ্রনাথ গ্যালারিতে তিন দিন ব্যাপী হয়ে গেল রেড ওকারের ফ্যাশন লাইভ স্টাইল প্রদর্শনী ‘ইকুইলিব্রিয়াম’। ফোক আর্টের সঙ্গে ফ্যাশনের মেলবন্ধনে এক ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অনুষ্ঠানে শিল্পী শর্মিষ্ঠা রায়চৌধুরীর নিজস্ব ফিউশন ফোক আর্টের পেইন্টিংস এক ভিন্ন মাত্রা পায়।

‘অন্য উপত্যকা’, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের থ্রিলার বেরোল বইমেলায়

Image - লোকশিল্প ও ফ্যাশনের অনন্য যুগলবন্দি, আইসিসিআরে আয়োজিত ব্যতিক্রমী প্রদর্শনী

শিক্ষাগত দিক দিয়ে শিল্পী শর্মিষ্ঠা রায় চৌধুরী একজন উদ্ভিদবিদ। পেশাগতভাবে একজন ব্যাঙ্কার ছিলেন। এখন তিনি স্বঘোষিত একজন শিল্পী। শর্মিষ্ঠা বললেন, আমি পাঁচ বছর বয়সে প্রথম চারকোল হাতে ধরেছিলাম। তবে আমি তা দিয়ে কিছু সৃষ্টি করেছিলাম কিনা সে কথা এখন আর মনে পড়ে না । তবে পরবর্তী সময়ে আমি অর্থায়ন নিয়ে কর্মজীবন শুরু করি। কুড়ি বছর ব্যাঙ্কে চাকরি করেছি। শিল্পের প্রতি অমোঘ আকর্ষণে বিভিন্ন জায়গায় ঘুরেছি। নানা প্রান্তের লোকশিল্পের সঙ্গে আমার পরিচিতি ঘটে। এরপর চাকরি ছেড়ে ২০১৯ মধ্যবর্তী সময় থেকে আমার হাত ধরে রেড ওকারের পথ চলা শুরু হয়। কিন্তু কিছুদিন যেতেই কোভিডের অতিমারির কারণে ব্র্যান্ড লঞ্চিং যেভাবে করার কথা ভেবেছিলাম সেটা সম্ভবপর হয়নি । তাই পুনরায় রেড ওকারের ব্র্যান্ডের রি-লঞ্চিং করলাম।

Image - লোকশিল্প ও ফ্যাশনের অনন্য যুগলবন্দি, আইসিসিআরে আয়োজিত ব্যতিক্রমী প্রদর্শনী

একই সঙ্গে আমি যে ফিউশন ফোক আর্ট নিয়ে কাজ করি সেই পেইন্টিংসের প্রদর্শনী এখানে রয়েছে। এছাড়া আমি ডিজিটাল প্রিন্ট করি । আমার পোশাক থেকে শুরু করে গয়না, টেবিলওয়্যার (সিরামিক,কাঠ খোদাই),ধাতব কারুশিল্প, মৃৎশিল্প, লাইট শেডস, হোম ডেকর ইত্যাদি নানা সামগ্রীতে হাতের নকশা ফুটে ওঠে ।আমার ফিনিশ প্রোডাক্টের অনেক স্তর রয়েছে, সেক্ষেত্রে কিছু শিল্পীরা সেই স্তরে কাজ করে থাকেন। তবে আমার প্রতিটি সামগ্রী সমকালীন করে উপস্থাপন করার চেষ্টা করি।

Image - লোকশিল্প ও ফ্যাশনের অনন্য যুগলবন্দি, আইসিসিআরে আয়োজিত ব্যতিক্রমী প্রদর্শনী

শর্মিষ্ঠার উদ্যোগে গ্রামীণ বিভিন্ন শিল্পীদের ঐতিহ্যপূর্ণ হস্ত শিল্পকর্ম প্রদর্শনীতে জায়গা করে নেয়। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন,’ কোভিডের সময়ে অনেক লোকশিল্পী সমস্যায় পড়েছিলেন। এই উদ্যোগের মাধ্যমে সেই সব শিল্পীদেরও সুবিধা হবে। শর্মিষ্ঠার কালেকশন দেখলাম যার মধ্যে একটা অদ্ভুত স্নিগ্ধতা রয়েছে।’
এদিন রেড ওকারের কালেকশনে ফ্যাশন ওয়াকে দেখা গেল রুপা চক্রবর্তী, অলকানন্দা রায় ,সুদর্শন চক্রবর্তী ,অর্ণব বন্দ্যোপাধ্যায়, চৈতালি দাশগুপ্ত প্রমুখ কে।

You might also like