শেষ আপডেট: 29th December 2022 12:56
উইন্টার পার্টি ড্রেস আর মেকআপে (Winter Party Make up Tips) চাই উজ্জ্বলতার ছোঁয়া। শীত মানেই পার্টি টাইম অন। তাই এই শীত উৎসবে সন্ধের সাজে তো বটেই দিনের সাজেও চাই ব্রাইট কালার শেডস। বললেন, মেকআপ আর্টিস্ট কৌশিক ও স্টাইলিং এক্সপার্ট রজত (Celebrity Artists)। তাঁদের সঙ্গে কথা বলে পরামর্শে সোমা লাহিড়ী।
ডিজাইনাররা এ বছর খুব হেভি কাজ করছেন না ড্রেসে বা শাড়িতে। হাল্কা কারুকাজ করে ঝলমলে লুক দিচ্ছেন বেশির ভাগ ডিজাইনার। সন্ধের পার্টির জন্য ব্ল্যাক, রেড, মেরুন, মিডনাইট ব্লু, বটলগ্রিনের সঙ্গে বেজ বা অফ হোয়াইট কম্বিনেশন বাছতে পারেন। আর সকালের সাজে লেমন ইয়েলো, গোল্ডেন ইয়েলো, পিচ পিঙ্ক, টারকোয়াইজ ব্লুর সঙ্গে সাদা, অফ হোয়াইট বা লাইট পিঙ্কের মিলমিশ খুব ভাল লাগে।
যাঁরা শাড়ি পরতে চান তাঁরা পছন্দমতো ভারী সিল্ক পরতে পারেন। দক্ষিণ ভারতের কাঞ্জিভরম, মাদুরাই সিল্ক, ইক্কত, আর্নি সিল্ক-- হাজার একটা অপশন আছে। হাল্কা শাড়ি পরতে চাইলে চান্দেরি বা অরগ্যাঞ্জা বাছতে পারেন। কটন মিক্সড তসর, তসর হ্যান্ডলুম, মসলিন ঢাকাই, লিনেন কটনে জরির কাজ করা শাড়িও আপনার উইন্টার পার্টির সাজে আনবে রঙের জোয়ার। উজ্জ্বল রঙের মেখলাও কিন্তু নিউ ইয়ারের পার্টিতে আপনাকে অন্য লুক দেবে।
আর ওয়েস্টার্ন ড্রেস পরতে চাইলে?
যাঁরা সাহেবি কেতায় নিজেকে মেলে ধরতে চান, তাঁরা অবশ্যই নিজের ফিগারের কথা মাথায় রেখে ড্রেস বাছবেন। প্যান্ট-টপ-ব্লেজার, স্কার্ট-টপ-ব্লেজার, শর্ট ড্রেসের সঙ্গে ডিজাইনার কোট, ফুল স্লিভ নি-লেংথ ড্রেস, যা প্রাণ চায় পরতে পারেন। তবে ফিগারের পাশাপশি খেয়াল রাখতে হবে পোশাকটা আপনি ক্যারি করতে পারছেন কিনা।
কেমন হবে মেকআপ?
উইন্টার পার্টির শাড়ি বা পোশাকের কালার প্যালেট যেহেতু ব্রাইট, তাই কালার কসমেটিক্সও ব্রাইট শেডের বাছতে হবে।
লিপ কালারের কোন কোন শেড ইন ফ্যাশন?
লিপকালারের প্রসঙ্গে বলি, সন্ধের সাজে শাড়ি বা পোশাকের সঙ্গে ম্যাচ করে ডার্ক রেড, মেরুন, ব্রাউন, ওয়াইন কালার লাগাতে পারেন। দিনের সাজে পিচ, পিঙ্ক, হাল্কা ব্রাউন, হাল্কা মভিশ পিঙ্ক, বেজ পোশাকের সঙ্গে ম্যাচ করে লাগানো যেতে পারে। ম্যাট নয়, গ্লসি লিপস্টিক ভাল লাগবে এই সময়। নাইট পার্টি হলে লিপে গ্লিটারি এফেক্ট দিতে পারেন। এটা ফ্যাশনে ইন।
আর চোখের মেকআপ?
চোখের মেকআপও একটু ইলাবরেট করা যেতে পারে। ব্ল্যাক আই লাইনারের তুলির টানে বা কাজলের একটু চওড়া রেখায় চোখে আনুন উজ্জ্বলতা। আইশ্যাডোতে মেটালিক এফেক্ট রাখতে পারেন। গোল্ড, কপার, কপারিশ গোল্ড ব্যবহার করলে একটা মোহময় লুক আসবে দু'চোখে। সকালের দিকে আইশ্যডোর বদলে কালার্ড আই পেন্সিল ব্যবহার করুন। একেবারে অন্যরকম দেখাবে।
রাতের সাজে নাকি স্মোকি লুক চাইছে ইয়াং জেনারেশন?
মনে রাখতে হবে স্মোকি লুক সকলকে মানায় না। যাঁদের মানায় তাঁরা চারকোল গ্রে শ্যাডো আর পেন্সিল লাগাতে পারেন। স্মোকি আইজ করলে লিপকালার অবশ্যই ডিপ রেড বা ওয়াইন কালার হলে ভাল হয়। আইল্যাশ হালকা হলে ভল্যুম মাসকারা আপনার চোখের পাতায় আনবে হিল্লোল।
বেস মেকআপ?
বেস মেকআপ স্কিনের সঙ্গে টোন অন টোন হলে খুব ভাল দেখায়। ম্যাট ফাউন্ডেশন ব্যবহার না করে এইসময় একটু গ্লসির দিকে যেতে পারেন। গ্লিটার বা শিমারি এফেক্ট দিলেও বেশ লাগে। পোশাক বা শাড়ির সঙ্গে মিলিয়ে ব্রোঞ্জ, কপার বা গোল্ড লুক বেছে নেবেন। ব্লাশ অনের ক্ষেত্রে পিঙ্ক, পিচ, কোরাল সব বয়েসের সব স্কিন টোনে মানায়।
পার্টি মেকআপ লং স্টে করা সম্ভব?
মেকআপের আগে অবশ্যই মেকআপ প্রাইমার লাগাবেন। এতে মেকআপ অনেকক্ষণ ভাল থাকবে।
নববর্ষে জমিয়ে খান ইন্দো-কন্টিনেন্টাল, কালিকাপুরে আউটলেট খুলল দ্য ক্যানিস্টার