শেষ আপডেট: 5th February 2025 18:38
দ্য ওয়াল ব্যুরো: 'এ বুকে তবু বারো মাস ভালবাসারই মরশুম...' বারো মাস ভালবাসার মরশুম না হলেও এই মাসটা ভালবাসার। বিশেষ মানুষের সঙ্গে উদযাপনের। ভালবাসার সপ্তাহ শুরু হতে চলেছে আর কিছুদিনের মধ্যে। ভ্যালেন্টাইনস ডে পড়েছে আবার শুক্রবার। সারাদিন অফিস বা কলেজের পর ডেট নাইটে প্ল্যান রয়েছে অনেকেরই। বিশেষ দিনে কী পোশাক পরবেন ঠিক করতে পারছেন না? রইল সন্ধান।
লিটল ব্ল্যাক ড্রেস
ওয়েস্টার্ন পোশাক পছন্দ করা অনেকেরই ওয়ারড্রবে থাকে ব্ল্যাক লিটল ড্রেস। এটি শুধু ভ্যালেন্টাইনস ডে নয়, যেকোনও ডেট নাইটের জন্য আদর্শ। হাই হিল, স্লিং ব্যাগ বা ক্লাচ, এবং কিছু গয়নার সঙ্গে এই পোশাক আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে।
সিকোয়েন্স, লাল বা ফ্লোরাল ড্রেস
ডেট নাইটে ব্ল্যাকের সঙ্গে লাল রঙ সবচেয়ে মানানসই। সিকুইন গাউন বা সিকুইন ফ্লোরাল ড্রেসে আপনাকে সুন্দর দেখাবে। একদম সিম্পল ক্লাচ, হাই হিল এবং কিছু গয়না পরলে ভাল লাগবে। গাউন সিকুইন হলে জুয়েলারি কম রাখতে পারেন।
ফরম্যাল লুক
যদি খুব বোল্ড লুক না চান বা হেভি সাজে আগ্রহী না হন, তাহলে সিম্পল ফরম্যাল পোশাক পরতে পারেন। সকালে অফিসেই এই পরে নিতে পারেন। পাল্টানোর ঝক্কি থাকবে না। সাধারণ ডেনিম, মানানসই শার্ট এবং জুতো দিয়ে তৈরি করা যেতে পারে সুন্দর-স্টাইলিশ লুক। চাইলে হালকা রিং বা চেন অ্যাড করতে পারেন।
বডি শেপ অনুযায়ী পোশাক নির্বাচন
পোশাক বাছাইয়ের সময় অবশ্যই আপনার বডি শেপের দিকে নজর দিন। ভি নেক এখন ট্রেন্ডে আছে। অফ শোল্ডার জামা পরলে চোকার বা মাল্টি লেয়ার নেকলেস পরা যেতে পারে। যদি পোশাক বেশি হেভি হয়, তবে তার সঙ্গে হালকা ক্লাচ নিন ও হালকা গয়না পরুন।