শেষ আপডেট: 2nd October 2024 14:51
'ভিগে হোঁঠ তেরে, পিয়াসা দিল মেরা...’, বলিউডের এ গানের লাস্যটাই ছিল অন্যরকম। আসলে ভেজা ভেজা ঠোঁট তো ভিন্ন মাত্রার সেনসেশন জোগায়, হয়তো তাই! কিন্তু সময় বদলেছে। বোল্ড রেড, মেরুণ, শিমারি লিপস্টিক, লিপ গ্লস পরে পুরুষ মনে ঝড় তোলার ব্যাপারটা এখন অতীত। জেন-Z মজেছে 'ন্যুড'-এ।
শব্দেই পরিচয়। লিপস্টিক পরে থাকলেও দেখে কেউ বুঝবে না, ন্যুড শেড হল ঠোঁটের সেই জাদুকর। শেষ কয়েক বছরে লিপস্টিকের জগতের মহারানি এই ন্যুডই। যেকোনও ব্র্যান্ডেরই বেস্ট সেলার শিরোপা ন্যুড শেডের মাথায়।
স্কিন টোন অনুযায়ী, রং মানানসই হবে কি হবে না, তা বোঝার ঝক্কি নেই। নেই পোশাকের রঙের সঙ্গে ব্যালেন্স করার চাপও। তাই শুধু যে জেন Z-এর ‘গুড টু গো’ লিপ শেড ন্যুড তা নয়, মধ্যবয়সি ও ম্যাচিরওর্ডদেরও পছন্দের হয়ে উঠেছে। টলিগঞ্জের সিনেমা পাড়াতেও এখন মোস্ট ফেভারিট শেড হল ন্যুড।
যেমন কৌশানী। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি 'বহুরূপী।' ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রীর ন্যুড শেডসই সবচেয়ে পছন্দের। বহুরূপীর রিলিজেও তাঁর ঠোঁটে দেখা গেল ন্যুডেরই বাহার। কৌশানীর মতো সৌরসেনী, দেবলীনা, দর্শনা, রুক্মিণীরাও হালকা রঙেরই ভক্ত। তাঁদেরও সবসময়ের পছন্দের ন্যুডস।
দেবলীনার কনফিডেন্স হল ন্যুড শেডস। এ বিষয়ে তিনি বলেন, 'আমি ডার্ক কালার পরতে খুব ভয় পাই। আমার মনে হয় ডার্ক কালার আমাকে ভাল লাগে না। মেহের বলে হালকা পিঙ্ক একটা শেড হয়, সেটা আমি সবসময় ব্যবহার করি। আর হালকা চকোলেট শেডও ক'দিন ধরে ব্যবহার করছি। দেখছি ভালই লাগছে আমাকে।'
দেবলীনার মতো সৌরসেনীও লিপ শেড নিয়ে খুব একটা এক্সপেরিমেন্টাল নন। তাঁর কথায়, 'আমি আই মেকআপ নিয়ে কাটাছেঁড়া করলেও লিপস্টিক নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করি না। খুব যদি মনে হয় ন্যুড শেডসের বাইরে কিছু পরব, তাহলে কোরাল বা লাল। নয়তো সবসময় ন্যুড শেডসই পছন্দ।'
এদিকে দর্শনা ন্যুড ব্রাউন ছাড়া কিছুই তেমন পছন্দ করেন না। মিষ্টি হেসে বললেন, ন্যুড শেডসই তাঁর গুড টু গো। আর রুক্মিণীর পছন্দের ন্যুডস ও ব্রাউন টোন।
এ তো গেল লিপ শেডের কথা। পছন্দের ব্র্যান্ডের কথা বলতে ভোলেননি এই তারকারা। যেমন কৌশানীর ফেভারিট নার্স। তিনি এই ব্র্যান্ডের লিপস্টিক পরতে সবচেয়ে বেশি পছন্দ করেন।
বলে রাখা ভাল, ই কমার্সের দৌলতে দামি লিপস্টিক এখন আর অধরা নয়। কলকাতায় বড় মলগুলোতেও পাওয়া যায়। ববি ব্রাউন আর সার্লেট টিলবারীর ন্যুডস পছন্দ করেন দর্শনা বণিক। তাঁর কথায়, 'ববি ব্রাউন সবসময়ের পছন্দের। এই ব্র্যান্ডের লিপস্টিক ছাড়া তিনি মোটেও ঘর থেকে বেরোন না। আর এছাড়াও সার্লেট টিলবারীও বেশ পছন্দের।'
রুক্মিণীর আবার পছন্দের ব্র্যান্ড হল এস্টে লডার। তাঁর কথায়, 'ব্র্যান্ড নিয়ে আলাদা কোনও পছন্দ নেই আমার। তবে, যদি সবচেয়ে প্রিয় কোনও ব্র্যান্ডের নাম বেছে নিতে হয়, তাহলে সেক্ষেত্রে এস্টে লডার।'
নার্স, সার্লেট টিলবারীর মতো ব্র্যান্ড বাকিদের পছন্দের হলেও, দেবলীনা কিন্তু একটু আলাদা। বিদেশি কোনও ব্র্যান্ড না,তাঁর পছন্দ লোকাল ব্র্যান্ড। তিনি বলেন, 'আমি ছোটবেলায় ম্যাক ম্যাক করে চেঁচাতাম। কিন্তু এখন বুঝেছি নাইকার মতো সস্তার ব্র্যান্ডও খুব ভাল। লোকাল ব্র্যান্ডও ব্যবহার করি আমি।'
দেবীপক্ষ শুরু হয়ে গেছে। পুজোর ঢাক বাজছে। মহানগর সেজে উঠেছে বহুবর্ণে। শুধু লিপস্টিকের ট্রেন্ডি শেড একটাই। ন্যুড।