শেষ আপডেট: 7th December 2024 20:25
দ্য ওয়াল ব্যুরো: শীত মানেই ফ্যাশনে নতুন রঙ ও স্টাইলের আনাগোনা। এবার শীতের কালেকশনে বিশেষভাবে জায়গা পাচ্ছে ন্যুড ও ওয়ার্ম কালার। জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার উঠে আসছে চকোলেট, বারগান্ডি, পেবেল গ্রে, খাকি, ক্যামেল ও অলিভ গ্রিনের মতো রঙ।
ন্যুড কালারের আধিপত্য
জমকালো বেগুনি, গোলাপি কিংবা নীলের মতো রঙের জনপ্রিয়তা প্রায় ৪৬% কমে গেছে। এর পরিবর্তে দেখা যাবে মাটির কাছাকাছি রঙ, যা সময়োপযোগী এবং যে কোনও অনুষ্ঠানের জন্য উপযুক্ত। ট্যাগওয়াকের প্রতিবেদন অনুযায়ী, অলিভ গ্রিনের ব্যবহার ৩৫% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ক্যামেলের মতো ক্লাসিক রঙ ১১৪% বেশি জায়গা করে নিয়েছে ডিজাইনারদের সংগ্রহে।
প্যাস্টেল রঙের নস্টালজিয়া
নস্টালজিয়া নিয়ে ফিরে আসছে প্যাস্টেল রঙ। পিচ ফাজ, যা ২০২৪-এর প্যানটোন রঙ, এবং মিন্ট গ্রিন, বেবি ব্লু, নরম গোলাপি ইত্যাদি রঙের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিক্সটিজ স্টাইলের অনুপ্রেরণা পাওয়া এই রঙগুলো আমাদের পোশাককে দিচ্ছে স্নিগ্ধ ও নান্দনিক ছোঁয়া।
চকোলেট ও বারগান্ডির উষ্ণ আবেদন
চকোলেট রঙ তার উষ্ণতা এবং মাটির মতো স্থিতিশীলতার জন্য অনেকের কাছেই পছন্দের হয়ে উঠেছে। অন্যদিকে বারগান্ডি রঙ সহজেই নিয়ে আসছে আভিজাত্যের ছোঁয়া। এই রঙগুলো শীতের পোশাকে আধুনিকতার পাশাপাশি নান্দনিকতার প্রতীক।
কালো ও সাদার চিরন্তনতা
কালো এবং সাদা রঙ, যা ফ্যাশনের চিরন্তন ক্লাসিক, এবারও আধিপত্য বজায় রাখছে। কালো রঙের সুরুচিপূর্ণ আবেদনের পাশাপাশি সাদা রঙের মসৃণতা এবং সরলতা শীতকালীন ফ্যাশনে জায়গা করে নিচ্ছে।
এই শীতকালীন ফ্যাশন অনুপ্রাণিত করবে শৈল্পিক এবং ব্যক্তিগত শৈলীর মিশ্রণে নতুনত্ব আনতে। তাই পোশাক নির্বাচন করুন সঠিক রঙের ভিত্তিতে এবং উপভোগ করুন ফ্যাশনের এক অনন্য অভিজ্ঞতা।