শেষ আপডেট: 24th April 2024 21:57
দ্য ওয়াল ব্যুরো: গরমকালের হাজার একটা জ্বালা। বাইরে বেরলে চোখ মুখ ঢাকো, রোদচশমা মাস্ট, ছাতা, জলের বোতল আরও কত কী। তাতেও বাইরে বেরিয়ে মানুষের অস্বস্তির শেষ নেই। কথায় আছে না মহিলাদের জ্বালা সবকিছুতেই বেশি, গরমকালও তার ব্যতিক্রম নয়। এইসময় মেয়েদের সবথেকে বেশি কষ্ট হয় বোধহয় চুল সামাল দিতে। ছেড়ে তো রাখাই যাবে না , আবার অনেকক্ষণ একটানা বেঁধে রাখলে মাথায় ঘাম জমে যায়।
এই প্রবল গরমে এসি, পাখা, ফল, কোল্ডড্রিঙ্ক আর আইসক্রিমের দোকানের সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ে স্যালনে বা বিউটি পার্লারে। শুধু রূপচর্চা বা ফেসিয়ালের জন্য নয়, লাইন পড়ে চুল কাটার জন্যেও। এমন কিছু হেয়ারকাট রয়েছে যেগুলো আপনাকে এই পচা গরমের হাত থেকে নিস্তার দিতে পারে। রইল তেমনই কিছু হেয়ারকাটের লিস্ট।
শর্ট বব
গরমকালের সবথেকে বেশি জনপ্রিয় হেয়ারকাট বোধহয় এটিই। ঠিক আপনার মুখের শেপ এবং জ-লাইনের সঙ্গে সামঞ্জস্য রেখে কাটা হয় শর্ট বব। অবশ্যই এই হেয়ারকাটের নানান ধরন আছে। স্যালনে যাওয়ার আগে আপনার যেটা পছন্দ সেটা ছবি সঙ্গে নিয়ে যাবেন রেফারেন্স হিসেবে।
লং বব/ আনডান কলারবোন লোব
যদি আপনার একদম ছোট করে চুল কাটা পছন্দ না হয় আবার গরমের জন্য বড় চুলও রাখতে চাইছেন না, তাহলে কাটতে পারেন লং বব, যেটাকে অনেকে আনডান কলারবোন লোব বলেও চেনে। ঠিক কলারবোন পর্যন্ত মাপ করে কাটা হয় এই স্টাইলের চুল। যদি আপনি এই তপ্ত গরমে চুল নিয়ে কোনও ঝামেলা না পোয়াতে চান তাহলে লং বব আপনার জন্য।
পিক্সি
এই হেয়ারস্টাইলটা সেইসব মেয়েদের জন্য যারা একটু অন্যরকমভাবে সাজতে ভালবাসেন। আপনি যদি এই গরমে নিজেকে একটু বোল্ড লুক দিতে চান তাহলে পিক্সি কাটতে পারেন। তবে আগে থেকে এটা জেনে রাখা ভালো এই হেয়ারস্টাইল কিন্তু সবার জন্য নয়। একদমই ছোট করে কাটতে হয় পিক্সি। ছেলেদের যেমন ঘাড় পর্যন্ত চুল থাকে ঠিক অনেকটা তেমন। তবে আপনি যদি ক্যারি করতে পারেন তাহলে পিক্সির থেকে সুন্দর কাট এই প্রচণ্ড গরমে আর কিছু হতে পারে না। পিক্সিরও কিন্তু বিভিন্ন ধরন হয়। স্যালনে যাওয়ার আগে সবটা ভালকরে দেখে জেনে তবেই যাওয়া ভাল।
বেবি লেয়ারস
ভারতীয়দের মধ্যে শুধু নয় বাইরের দেশেও এই হেয়ারকাট বেশ জনপ্রিয়। আপনার চুল ছোট হোক বা বড়, যেকোনও ধরনের চুলের সঙ্গেই এই কাট যাবে। বেবি লেয়ারস অর্থাৎ ছোট ছোট লেয়ার কাট করে চুলকে আরও একটু বেশি ভলিউম দেওয়া। এই হেয়ারকাট আপনার মুখকে একটি সুন্দর ফ্রেম দেবে আবার টেক্সটচারও যোগ করবে।
আওয়ার গ্লাস কাট
লেয়ারকাটেরই অন্য একটা ধরন হল এই আওয়ার গ্লাস কাট। যেকোনও বডি শেপ বা ধরনের সঙ্গে এই হেয়ারস্টাইলটা ভাল যাবে। এমনকি আপনার চুলে যদি রং কড়া থাকে তাতেও এই হেয়ারস্টাইলের জুড়ি মেলা ভার। এভাবে চুল কাটলে ফ্রিজি হেয়ারের সমস্যাও অনেকটা কম থাকে। তাছাড়া গরমে এই হেয়ারস্টাইল ম্যানেজ করাও অনেক সহজ।
কার্লি ব্যাংস
অনেকেই ব্যাংস হেয়ারকাট নিজের জন্য বেশি পছন্দ করে থাকেন। বিশেষত যাদের চুল একটু কার্লি তাঁদের এই হেয়ারস্টাইলে দারুণ মানায়। ব্যাংস কাটও কিন্তু অনেকরকম হয়। আপনার মুখের সঙ্গে কেমন ব্যাংস যাবে সেটা স্যালনের অভিজ্ঞ লোকেদের অবশ্যই একবার কথা বলে নেবেন।