শেষ আপডেট: 15th May 2023 12:51
দ্য ওয়াল ব্যুরো: গরমে নাজেহাল কলকাতা থেকে শহরতলির সকলেই। তবে মাত্রাছাড়া গরমেও ফ্যাশন (summer fashion top) নিয়ে কোনও রকম আপোস করতে রাজি নন অনেকেই। গরমের সঙ্গে পাল্লা দিয়ে নিজের বোল্ড স্টাইল স্টেটমেন্ট পেতে সেই কারণেই নতুন ব্রালেট টপের দিকে ঝুঁকছেন আজকালকার ফ্যাশন সচেতন তরুণীরা। ওয়াইড লেগ জিন্সের সঙ্গে ক্রপ টপ বা ব্রালেট টপ ইদানিং কালের অনেকেরই রোজকার ফ্যাশনের অঙ্গ।
এমনই ৫ ধরনের ফ্যাশনেবল টপের (top 5 bralette top) হদিশ রইল ফ্যাশনিস্তাদের জন্য
ভি নেক ব্রালেট স্লিভলেস টপ
এক রঙের ভি গলা ব্রালেট টপগুলি অত্যন্ত আরামদায়ক এবং একই সঙ্গে ফ্যাশনেবলও বটে। ৯০ শতাংশ সুতির কাপড়ে তৈরি এই টপগুলি গরমে পরার জন্য একেবারে আদর্শ। ওয়াইড লেগ জিন্সের সঙ্গে এই টপগুলি দারুণ মানাবে।
লেস ক্রসেট টপ
সাহসী ধরনের পোশাকে যারা স্বচ্ছন্দ্য তাঁদের জন্য লেস ক্রসেট টপ অত্যন্ত আকর্ষনীয় একটি পোশাক। মিনিস্কার্ট অথবা ওয়াইড লেগ জিন্স দুইয়ের সঙ্গেই এই ধরনের টপ দারুণ মানাবে। স্বচ্ছ এই টপগুলিতে লাইনিংও থাকে।
হল্টার নেক টপ
দীর্ঘদিন ধরেই ফ্যাশন সচেতন মহিলারা শাড়ির সঙ্গে হল্টার নেক ব্লাউস পরেন যে কোনও অনুষ্ঠানে। প্রায় একই ডিজাইনের হল্টার নেক টপ এখন ওয়াড্রোব দখল করেছে ফ্যাশনিস্তা তরুণীদের। পিঠ খোলা এই টপগুলির সঙ্গেও শাড়ি পরতে পারেন তরুণীরা।
ক্রিস ক্রস টপ
বোহেমিয়ান ক্রিস ক্রস ব্রালেট টপগুলি এই মুহূর্তে অন্যতম পছন্দের তালিকায় রয়েছে তরুণীদের। ক্রিস ক্রস ব্রালেট টপগুলির ডিজাইনগুলি প্রত্যেকটিই একটি অন্যের থেকে আলাদা। পাশাপাশি, রংগুলিও বেশ অভিনব এই টপগুলির।
ট্যাঙ্ক টপ
ছোট ট্যাঙ্ক টপ ধরনের ব্রালেট টপগুলিও বেশ পছন্দ করেন তরুণীরা। ট্যাঙ্ক টপের সঙ্গে জিন্স, স্কার্ট অথবা হট প্যান্টও পরা যেতে পারে।