শেষ আপডেট: 23rd December 2020 14:15
দ্য ওয়াল ব্যুরো: ২০২০ প্রায় শেষ হতে চলেছে, বিদায়ের ঘণ্টা যে বেজে গেছে সে কথা বলাই যায়। কিন্তু এবছরের বেশিরভাগ সময়টা আমাদের সবারই কেটেছে বাড়িতে বসে। তাই খুব বেশি বাইরে যেতে পারেননি বলে তেমনভাবে জমিয়ে কেনাকাটাও কেউ সেভাবে করতে পারেননি। কিন্তু আগের ডিসেম্বরের থেকে এবছরের ডিসেম্বর একেবারে আলাদা! ক্রিসমাস ইভ, ৩১ ডিসেম্বর রাতের পার্টি সবকিছুই এবছর হবে অন্যভাবে, ভার্চুয়ালি! তাই বলে কি সাজবেন না? অবশ্যই সেই ভার্চুয়াল পার্টিতেও সেজে যেতে হবে, আর কেমন ভাবে সাজবেন। সেই বিষয়েই টিপস দিচ্ছেন আপনার প্রিয় তারকাদের যাঁরা সাজান, সেই সেলেব স্টাইলিস্টরা।
স্টাইলিস্ট এডওয়ার্ড লালরেমপুইয়ার ডিজাইন করা পোশাক সবসময়ই ক্লাসিক হয়। তিনি বলেন, "এই পার্টির মরশুমে মেয়েরা সাটিনের স্লিপ ড্রেস পরতে পারেন। এটি সুন্দর, কালজয়ী, মার্জিত তার সঙ্গে রাতের পার্টির জন্যও ভীষণই চমকপ্রদ। তবে কেউ চাইলে শীতের শহরে এই পোশাকের ওপরে লেদারের জ্যাকেটও পরতে পারেন, মন্দ লাগবে না।" শুধু যে পোশাক নিয়ে তিনি কথা বলেছেন এমনটা নয়, তিনি পোশাকের সঙ্গে সঙ্গে গয়না নিয়েও কথা বলেছেন। "আমি স্ট্যাকড নেকলেসকেই বেশি প্রাধান্য দেব। চাইলে আপনি একসঙ্গে দু-তিনটে সরু চেনও পরতে পারেন। তবে একটা ব্যাপার হল সকলেই নেকলেস খালি গলাতে পরতে পছন্দ করেন। কিন্তু আমি মনে করি শার্টের ওপরেও যদি পরেন তাহলেও আপনাকে দেখতে ভীষণই ভাল লাগবে।" বলেছেন এডওয়ার্ড।
কৃতী শ্যানন, তামান্না ভাটিয়ার মতো বহু সেলেবকে সাজিয়েছেন সুকৃতি গ্রোভার। পার্টির আমেজকে জমিয়ে তুলতে তামান্না, কৃতির পোশাককে আরও বেশি করে গ্ল্যামারাস করে বানিয়েছেন সুকৃতি। তিনি বলেন, "কালো ড্রেস, লেদারের জ্যাকেট, ট্রেঞ্চ কোট আর সাদা টিস আপনার পার্টি লুককে করে তুলতে পারে একেবারে পারফেক্ট। আর এর সঙ্গে আপনি চাইলে হাতে ব্রেসলেট পরতে পারেন, যা আপনাকে একটু হলেও অন্যরকম দেখাবে।"
কল্কি কোচলিনের লুককে বারবার যিনি স্টানিং বানিয়েছেন তিনি হলেন প্রণয় জেটলি। 'হু হোয়াট হোয়েন ওয়্যার'-এর প্রতিষ্ঠাতা প্রণয় এবার টিপস দিচ্ছেন এই মরশুমের পার্টি লুক কেমন হওয়া উচিত তাই নিয়ে। তিনি বলেন, "ক্ল্যাসিক প্যান্টস্যুট কখনওই ফ্যাশন ট্রেন্ডের বাইরে যেতে পারে না। আমি তো সবসময় বিশ্বাস করি এমন পোশাক পরতে হবে যা আরামদায়ক হবে আবার তা পরে দেখতেও ভাল লাগবে। এই মরশুমে সাদা চকচকে শার্টের সঙ্গে ডেনিমের হাই ওয়েস্ট জিন্স যেমন খুবই মানানসই হবে।"
তাহলে ২৫ ডিসেম্বর বা ৩১ ডিসেম্বরের পার্টিতে আপনি কেমন ভাবে সাজাবেন? ট্রাই করে দেখতে পারেন এই টিপসগুলো, হলফ করে বলা যায় আপনার পার্টির সাজ একবারে জমে যাবে।