শেষ আপডেট: 2nd February 2025 18:24
দ্য ওয়াল ব্যুরো: ভারতের সঙ্গে চিনের সম্পর্ক খারাপ হয় ২০২০-র মাঝামাঝিতে। টিকটক-সহ একাধিক চিনা অ্যাপ ব্যান করে দিল্লি। ২০২০ সালের ২৯ জুন, ৫৯টি চিনা অ্যাপের মধ্যে ছিল জনপ্রিয় জামা-কাপড়ের অ্যাপ শিন। ভারতের বাজারে হারিয়ে যায় শিনের পোশাক। বহু মানুষ এই শিন বলতে অজ্ঞান ছিলেন। কিন্তু টিকটকের মতোই আর ফিরে আসে না শিন। মন খারাপ করা পোস্টে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। তাদের জন্যই এবার সুখবর। ফিরছে 'শিন।' এবছর এই মাস থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে শিনের পোশাক।
শিনের জামা-কাপড় ভারতের বাজারে বিক্রি করবে রিলায়েন্স রিটেইল। সম্প্রতি শিনের সঙ্গে রিলায়েন্সের চুক্তি হয়েছে। নতুন অ্যাপটির নাম দেওয়া হচ্ছে 'শিন ইন্ডিয়া ফাস্ট ফ্যাশন।' পাওয়া যাবে গুগল প্লে-তে। আপাতত দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং ঠানেতে অ্যাপটি ডেলিভারি করবে। সংস্থার দাবি, খুব শীঘ্রই প্যান-ইন্ডিয়ায় শিপিং চালু হবে।
অ্যাস্থেটিক লুক, ইনস্টাগ্রাম ফ্যাশন এই সব কার্যত শুরুই হয়েছিল শিনের জামা কাপড় দিয়ে। অ্যাপ ছাড়াও অনলাইনে বহু লোকজন শিনের লোগো দেওয়া জামা কাপড় বিক্রি করতেন। পুরনো শিন ফিরছে শুনে খুশি তারা। তবে, আগের মতোই গুণগত মান ও ফিটিং থাকবে কি না সেটা এখন দেখার অপেক্ষা।
শিন চলে যাওয়ার পর আর্বানিক বা স্ট্রিট স্টাইল স্টোরের মতো অ্যাপ বাজারে জায়গা করে নিলেও শিনের জনপ্রিয়তা আলাদা। শিন আসছে শুনে সোশ্যাল মিডিয়াও বাহবা জানাচ্ছে রিলায়েন্সকে।