শেষ আপডেট: 20th September 2024 14:24
দ্য ওয়াল ব্যুরো: বুঁচকি, চাঁপা, অপর্ণা, টিনা, আদর বা মধুজারা কি জানে যে পুজোর আগে দিতিপ্রিয়াকে নিয়ে গসিপ শুরু হয়েছে! গসিপটা দিতিপ্রিয়াকে নিয়ে যতনা বেশি তার চেয়ে যেন ঢের বেশি তাঁর গয়না নিয়ে। কী গয়নায় সাজিল রে.. আহা কী গয়নায় সাজিল রে! দিতিপ্রিয়াকে দেখে বরং ঈর্ষা হতে পারে, এই গয়নার খোঁজ তিনি পেলেন কোথায়?
বাংলা সিরিয়ালে দিতিপ্রিয়ার প্রথম উজ্জ্বল অভিনয় দেখা যায় রানি রাসমণি সিরিয়ালে। রাসমণি মানেই তো একটা সাবেক ব্যাপার স্যাপার। দিতিপ্রিয়াকে অনেকেই মনে ধরে রেখেছে সেই ছবি দিয়ে। কিন্তু সে মেয়ে তো আরও বড় হয়েছে। মানান সই পশ্চিমী পোশাকেও বেশ লাগে তাঁকে।
পুজোর আগে এহেন দিতিপ্রিয়াকে নিয়ে গসিপের একটাই কারণ যে তিনি এবার ‘গসিপেরই’ ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর বা পোস্টার গার্ল হয়েছেন। ‘গসিপ’ হল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ফ্যাশন ও সিলভার জুয়েলারির ব্র্যান্ড। এবার তাদের পুজো ক্যাম্পেনের থিম ‘সাজিল রে’।
কী এই গসিপ কালেকশন? সোনা, কুন্দন বা হীরে খরচ সাপেক্ষ, তাই পকেট ফ্রেন্ডলি সাজের জন্য হাজির গসিপ। সাবেকি নকশা, আধুনিক চিন্তাভাবনা ও মোস্ট ট্রেন্ডিং ব্ল্যাক পলিস গয়নার কালেকশন রয়েছে এর ঝুলিতে।
ঋতুপর্ণ ঘোষের পুপের মতো নিজেকে দেখতে চাইলে বা ইন্দো ওয়েস্টার্ন লুকে পুজোয় সকলের চেয়ে আলাদা দেখাতে চাইলে বেছে নেওয়া যায় এই গয়না।
'সাজিল রে' কালেকশনটি আঞ্চলিক ও সাংস্কৃতিক দিক মাথায় রেখেই এবার পুজোয় বাজারে এসেছে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর ও হেড অফ মার্কেটিং জয়িতা সেন এ বিষয়ে বলেন, 'মা দুর্গার আগমন উদযাপন করতেই এই কালেকশন আনা হয়েছে। পুজোর পাঁচটা দিন নিজেকে স্টাইলিশ ও গ্ল্যামারাস দেখাতে যে যে গয়নার প্রয়োজন, তার সবটাই রয়েছে গসিপের 'সাজিল রে' কালেকশনে। বাংলার ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার ছোঁয়া দেওয়া হয়েছে ডিজাইনে।'
অতএব দিতিপ্রিয়াকে নিয়ে এখন আর ঈর্ষার কারণ নেই। এই পুজোয় হাত বাড়ালেই গসিপ। তার পর লোকেই বলুক কী গয়নায় ‘সাজিল রে’, বাহ্ কী গয়নায় সাজিল রে..।