শেষ আপডেট: 30th January 2023 15:06
হাওড়া স্টেশন থেকে প্রায় পায়ে হাঁটা দূরত্বে প্রিয় গোপাল বিষয়ীর (Priya Gopal Bishoyi) বড়বাজার স্টোর।এই এলাকাতে তিনটে স্টোরের মধ্যে সবথেকে পুরনো পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটের শোরুমটা। ১৮৬২ সালে এখান থেকেই প্রিয় গোপাল বিষয়ীর পথ চলা শুরু।তারপর কলকাতা ও বিভিন্ন জেলায় শাখা ছড়িয়েছে এরা।প্রতিটা শোরুমেই অফুরন্ত স্টক। ৭০ পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটের শোরুমেও তাই। এখানে কী ধরনের শাড়ি কেমন দামে রয়েছে জানাই আপনাদের।
• বেনারসি শাড়ি মাত্র দেড় হাজার থেকে!
ঠিকই পড়ছেন,প্রিয় গোপাল বিষয়ীতে (Priya Gopal Bishoyi) সেমি কাতান বেনারসি দেড় হাজার টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে নানারকম ডিজাইনে পাবেন। লাল ছাড়াও পাঁচ-ছ'টা রঙের শেড আছে। আর একটু ভাল কোয়ালিটির সেমি কাতান বেনারসি তিন-চার হাজার থেকে আট-ন'হাজার টাকার মধ্যে বেশ সুন্দর সুন্দর কালার শেডে পাবেন।লাল,রানি,নীল,সবুজ তো আছেই, হালকা পিঙ্ক,মভ, সিগ্রিন,স্টিল গ্রে,হালকা টারকোয়াইজ ব্লু,বেজ -এই ধরনের অফবিট শেডেও পাওয়া যাবে।কন্ট্রাস্ট পাড় আঁচল, হাফ-হাফ,পাটলিপাল্লু স্টাইলের বেনারসি এই রেঞ্জে পাবেন।ছোট বুটি বড় বুটি,জংলা কাজ ও একটু অন্যরকম নকশাও মিলবে এই দামে।
পিওর কাতান সিল্ক বেনারসি সাড়ে দশ হাজার টাকা থেকে দাম শুরু। পিওর কাতন সিল্ক খুব নরম আর মোলায়েম হয়।আর শাড়ির এই জমিনে জরি ও রেশমের কারুকাজ খুব সুন্দর দেখায়।দশ-বারো থেকে সতেরো-আঠেরো হাজার টাকার বেনারসির ডিজাইন বেশ এক্সক্লুসিভ। গেট আপ অত্যন্ত স্মার্ট। এই দামে পশমিনা বেনারসি পাবেন।জমিতে বুটি বা কোনও কারুকাজ ছাড়া শুধু পাড় আঁচলে জরির কাজ করা বেনারসি এখন ট্রেন্ডে রয়েছে। এই বেনারসি পাটলিপাল্লু স্টাইলেও পাবেন।
• কোড়িয়াল বেনারসি মানেই লাল সাদা নয়
মেয়ের মা হন বা ছেলের মা বরণের সময় সকলেই একটা কোড়িয়াল বেনারসি পরতে চান। ট্র্যাডিশনাল লাল সাদা কোড়িয়াল তো আছেই,এখন সাদা বা বেজের সঙ্গে পিঙ্ক,পিচ,ব্লু, সিগ্রিন,ম্যাজেন্টা, রাস্ট,অরেঞ্জ ইত্যাদি দশ বারোটা রঙের কম্বিনেশনে কোড়িয়াল তৈরি হচ্ছে। শুধু পাড় আঁচল নয়,পাটলিপাল্লু স্টাইলেও কোড়িয়াল বোনা হচ্ছে। পিওর কোড়িয়াল আট ন'হাজার থেকে দাম শুরু। সেমি কোড়িয়াল সাড়ে তিন-চার হাজার টাকায় পাবেন।
রাইকিশোরীর উইন্টার কালেকশন নেট আর জরির সাজে নজর কাড়ছে ফ্যাশন প্রেমীদের
• ট্র্যাডিশনাল সিল্ক শাড়িতে নতুন নতুন ডিজাইন
প্রিয় গোপাল বিষয়ীর (Priya Gopal Bishoyi) সব শোরুমেই ভারতের সব প্রদেশের ট্র্যাডিশনাল শাড়ির খুব ভাল স্টক থাকে বড়বাজারের শোরুমও তার ব্যতিক্রম নয়।এখানে দক্ষিণ ভারতের কাঞ্জিভরম, ধর্মাভরম, ইক্কত,পচমপল্লী,পুত্তাপুত্তি ইত্যাদি নানারকম ভ্যারাইটি পাবেন। প্রত্যেকটাতেই পিওর এবং সেমি সিল্ক অপশন আছে। বাজেট অনুযায়ী বেছে নিতে পারবেন। বাংলার বালুচরি, বিষ্ণুপুরি সিল্ক ও তসরে কাঁথাকাজ ও ব্লকপ্রিন্ট করা শাড়িগুলো এক্সক্লুসিভ। কারণ প্রিয় গোপাল বিষয়ীর নিজস্ব ওয়ার্কশপে নিজের ডিজাইনে তৈরি।দামও রিজিনেবল। এছাড়া প্রতিটা পিওর ট্র্যাডিশনাল সিল্কেরই সেমি-সিল্ক ভার্সান আছে। বাজেট কম থাকলে এই শাড়িতেও হাত বাড়াতে পরেন।
• কোথায় পাবেন মনের মতো শাড়ি?
প্রথমেই জানান হয়েছে প্রিয় গোপাল বিষয়ীর সব থেকে পুরনো শোরুম বড়বাজারে-৭০,পণ্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটে।বড়বাজারেই ২০৮, মহাত্মা গান্ধী রোডে প্রিয় গোপাল বিষয়ীর আর একটা শোরুম রয়েছে।
ফোন: 7044092000, 8420070959