শেষ আপডেট: 1st November 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো: আমাদের বারোমাসে তেরো পার্বণ। আর প্রতিটা পার্বণেই চাই নতুন নতুন সাজপোশাক। তাই ডিজাইনাররাও নানান উৎসবের জন্য অনেক রকম কনসেপ্টে শাড়ি পোশাক তৈরি করেন। ভাইফোঁটার দিনটা একান্তভাবেই ভাই বোনের নিজস্ব দিন। সাজগোজ খাওয়াদাওয়া, উপহার দেওয়া নেওয়া -সব মিলিয়ে জমাটি অনুষ্ঠান।
'রাইকিশোরী কালেকশন'-এর ডিজাইনার শ্যামসুন্দর বসু বললেন, এ বছর ভাইফোঁটায় নিয়ে এসেছি জমকালো বোন-ভাই কালেকশন। কারণ এখন ট্রেন্ডে রয়েছে গর্জাস লুক।
ছবিতে দেখা গেল রাইকিশোরী কালেকশনের ভাই -বোন সেট। সবুজ মিনে করা বেনারসির সঙ্গে ভেলভেটের ব্লাউজ পরেছে মডেল স্বাগতা। এটা দিদি বা বোনের লুক। তার সঙ্গে মানানসই ডুয়েল টোন র-সিল্কের ওপরে গোল্ডেন সুতোর কাজ করা পাঞ্জাবি পরেছে ভাই। দুজনের পোশাকেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া। যেহেতু এই বছর পুজোতে ট্রান্সপারেন্ট ফ্যাব্রিকের পাঞ্জাবির ভীষণ চাহিদা ছিল ,তাই ভাইফোঁটার পাঞ্জাবির হাতার জন্য বেছে নেওয়া হয়েছে ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক।
কোথাও বুকের ওপরে লাল সুতোর হাতে বোনা জারদৌসি কাজের প্যাচওয়ার্ক, আবার কোথাও বুকের সামনে ট্রান্সপারেন্ট নেটের কাজে সেজে উঠেছে মডেল সম্প্রীত। এটা এবারের ভাইফোঁটার ভাইয়ের লুক।
ভাইফোঁটায় একটু অন্যরকম কিছু পরতে চান? তাহলে রাইকিশোরীর যোধপুরি কালেকশনে চোখ রাখতে পারেন। অভিনেতা অর্ণব চৌধুরী পরেছেন একটু অন্য ধরনের যোধপুরি স্টাইলের শর্ট কুর্তা ডিজাইনার বললেন,'অনেকেই একঘেয়ে পাঞ্জাবি পরতে চান না। সেক্ষেত্রে ভাইফোঁটার সকালে এই ধরনের কুর্তা আপনাকে দেবে ডিফারেন্ট লুক।'
•শাড়ি ও পোশাক- রাইকিশোরী কালেকশন
•মডেল- অর্ণব ,সম্প্রীত, স্বাগত, অমিত
•মেকআপ- প্রিয়াঙ্কা সহেলী সুস্মিতা শ্রীপর্ণা
•ফটোগ্রাফি-আরিয়ান
•লোকেশন-স্টুডিও ৩২ এফ