শেষ আপডেট: 20th September 2022 13:42
একজন অন্য ঘরানার শিল্পী যখন শাড়িশিল্পে ডুব দেন তখন তা যে অসামান্য হয়ে উঠবে তা তো বলাই বাহুল্য। ওড়িশি নৃত্যশিল্পী সুলগ্না রায় ভট্টাচার্যের 'স্পৃশ' ডিজাইনার স্টুডিওতে ঢুকলে একটু থমকে থাকতে হয় বিস্ময়ে। অসাধারণ রঙের বাহার আর হাতের কারুকাজ (Puja Special)।
• ফোটোশ্যুটের মেকআপে কৌশিকের কামাল
দিনকয়েক আগে স্পৃশের পুজো কালেকশন নিয়ে ফোটো শ্যুট হয়ে গেল। এবারের পুজোর মেকআপ ট্রেন্ড কেমন,করে দেখালেন মেকআপ আর্টিস্ট কৌশিক। কথা হচ্ছিল কৌশিকের সঙ্গে। বললেন,'পুজোর আগে ত্বক ও চুলের একটু এক্সট্রা কেয়ার নেওয়া দরকার। কারণ ক্যানভাস ভাল না হলে যেমন পেন্টিং ভাল হয় না,সেইরকম ত্বক মোলায়েম না হলে মেকআপ ভাল হয় না। চুলের ক্ষেত্রেও একই কথা। ভাল হেয়ার স্টাইলের জন্য স্বাস্থ্যোজ্জ্বল চুল চাই।
পুজোর মেকআপ (Puja Special) নিয়ে কৌশিক যা টিপস দিলেন,জানাই আপনাদের।
• বেস মেকআপ অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে। কারণ পুজোর সময় যথেষ্ট গরম থাকে।
• মেকআপ ফিক্সার স্প্রে করলে ঘাম হলেও মেক আপ অটুট থাকবে অনেকক্ষণ।
• দিনের বেলা অবশ্যই হালকা শেড ব্যবহার করবেন। রাতের সাজে ব্রাইট মেকআপ করতে পারেন। বেস হেভি না করে সিমার বা লুমিনেটর দিয়ে মেকআপের ব্রাইটনেস বাড়ানো যায়। গ্লিটারি এফেক্ট এখন ট্রেন্ডে।
• চোখের মেকআপের ক্ষেত্রে জোর দিতে হবে আইল্যাশে। বিশেষ করে রাতের সাজে ডবল কোট মাসকারা,আর ঘন করে কাজল লাগালে ভাল লাগবে।
• অষ্টমী বা নবমীর সাজে গর্জাস শাড়ির সঙ্গে শিমারি বা মেটালিক আইশ্যাডো লাগালে ভাল লাগবে।
• ম্যাচ করে ব্লাশারও মেটালিক বা শিমারি লাগান।
• ডিপ শেডের লিপ কালার এখন ট্রেন্ডে। ডিপ মেরুন , ডিপ ব্রাউন ,রেড, মোকা এখন ট্রেন্ডে।
• তবে ডিপ ব্রাইট লিপস্টিক লাগালে চোখের মেকআপ হালকা হবে। ন্যুড লিপস্টিক লাগালে চোখের মেকআপ ব্রাইট হবে।
• স্মোকি আইজ এখন আবার ট্রেন্ডে। যেকোনও ড্রেসের সঙ্গে মানায়।
• স্পৃশের পুজো কালেকশনে কী কী রয়েছে?
শুরুতেই বলেছি নৃত্যশিল্পী সুলগ্না রায় ভট্টাচার্যর সংস্থা স্পৃশ। সুলগ্না ট্র্যাডিশনে আস্থা রাখেন সব সময়। তাই তাঁর ডিজাইনে তৈরি শাড়িতে ভারতীয় ঐতিহ্যকে নতুন রূপে দেখা যায়। কটন হোক বা সিল্ক, তসর , লিনেন-শাড়ির মেটিরিয়াল পিওর ন্যাচরাল (Puja Special)। কোনও মিক্সড ফ্যব্রিক ব্যবহার করেন না ডিজাইনার। অরগ্যানিক ডাইং মেথড ও হ্যান্ড এমব্রয়ডারি সুলগ্নার প্রথম পছন্দ। ফ্যাশনের জন্য পরিবেশ দূষণ বা প্রকৃতিকে ধ্বংস করার কথা ভাবতে পারেন না তিনি। পুজোর কালেকশনে প্রাধান্য পেয়েছে নানারকম হ্যান্ডলুম,জামদানি ও হাতের কাজ করা শাড়ি। প্রত্যেকটাই বেশ অভিনব।
• স্টাইলিংয়ে রজতের বাজিমাত
পদ্মফুলে বাজিমাত করলেন রজত। নিঃসন্দেহে এবার পুজোর সাজে নতুন মাত্রা যোগ করভে চলেছে পদ্মফুল। অষ্টম্যর অঞ্জলির সময় খোলা চুলে পদ্ম লাগাতে পারেন কানের ওপরে এক সাইডে। আবার খোঁপা করলে তাতেও পদ্ম লাগালে ভাল লাগবে। খোঁপাতে জুঁইফুলের মালা জড়ালেও সুন্দর দেখায়। ফুল ছাড়াও বেশ কিছু সাজেশনস দিলেন রজত।
• শাড়ি নানাভাবে ড্রেপ করা এখন ট্রেন্ড।তবে তা যেন আপনার পার্সোনালিটির সঙ্গে মানানসই হয়।
• ট্রেন্ডে রয়েছে ডিজাইনার ব্লাউজ। তাই পুজোর শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ তৈরি না হলেও চিন্তা নেই। মিক্স ম্যাচ করে পরুন।
• পুজোর সময় দামি শাড়ির সঙ্গে একটু হেভি জুয়েলারি পরতেই পারেন। গলায় ভারী কিছু পরলে কানে ছোটো স্টাড যথেষ্ট। কানে বড় ইয়ার রিংস বা ঝুমকো পরলে গলায় কিছু পরার দরকার নেই। আর একটা কথা শুধু গর্জাস শাড়িই নয়, হালকা হ্যান্ডলুমের সঙ্গেও ভারী জুয়েলারি পরা যেতে পারে।
• দিনের সাজে শাড়ি পরলেও একটু ক্যাজুয়াল স্টেটমেন্ট রাখা যায়।
• সবশেষে বলি ,নিজেকে কোনটা মানায়,কোনটা ক্যারি করতে পারেন ,সেটা বুঝে নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করুন। চলতি পুজো ফ্যাশনে গা ভাসানোর আগে ভাবুন।