শেষ আপডেট: 24th April 2023 10:51
দ্য ওয়াল ব্যুরো: বিয়ে, সাতপাক এই বিষয়গুলি বাঙালি থেকে অবাঙালি, সকলের জীবনেই একটা বয়সের পর এসেই পড়ে অমোঘ নিয়মের মতোই। কিন্তু যুগ পাল্টেছে, ফলে পাত্র পাত্রীর প্রথম দেখা শুভদৃষ্টিতে এমন আর হয় না বললেই চলে। পাশাপাশি, বনিবনা না হলে বিচ্ছেদের সংখ্যাও ভারতে আজকাল নেহাত কম নয়।
কিন্তু একটা মেয়ে কি সত্যিই বিয়ে করে সিঁদুর মুছে ফের নতুন কোনও মানুষের হাত ধরার জন্য? প্রশ্নটা হয়তো সত্যিই ভাবিয়েছিল সঞ্চালক, বক্তা রূপসা দাশগুপ্ত রে-কে (Roopsha Dasguupta Ray)। সেই কারণেই নিজের উদ্যোগে তিনি তৈরি করেছেন 'দুলহন ডায়রিজ' (Dulhan Diaries)। এটি মূলত এক ছাদের তলায় বিয়ের নানারকম প্রস্তুতিপর্ব থেকে শুরু করে সুখী দাম্পত্যের মূল মন্ত্র সবটাই সুন্দর করে বুঝিয়ে দেওয়ার একটি অভিনব উদ্যোগ।
দুলহন ডায়রিজ-এর বিভিন্ন পর্বে এই বিয়ে সংক্রান্ত নানারকম বিষয়ের ওপর আলোচনা তো থাকছেই, সঙ্গে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ম্যারেজ কাউন্সিলর সহ একাধিক এমন মানুষ যারা উপদেশ দেবেন যে কিভাবে বিয়ের পরবর্তী সময়টাও সুন্দর করে কাটানো যেতে পারে। এর সঙ্গে বাড়তি পাওনা প্রতিটি পর্বেই অনেকগুলো বছর একসঙ্গে কাটিয়ে ফেলা এমন কিছু দম্পতি, যাদের দেখে সদ্য বিবাহিত যুগলরা বুঝবে যে দাম্পত্য আসলে কোনও বোঝা নয়। ঠিক এমনই সফল দম্পতি হিসেবে প্রথম পর্বে উপস্থিত ছিলেন সব্যসাচী চক্রবর্তী এবং মিঠু চক্রবর্তী। প্রতি শুক্রবার ডিজিটাল মাধ্যমে আসছে দুলহন ডায়রিজ-এর পর্বগুলি।
শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে শুরু হয়েছে চমক ভরা অফার, নজরকাড়া বিপুল গয়নার সম্ভার