শেষ আপডেট: 12th August 2024 18:15
-এই সৌভিক শুনছো,সোনার দাম কিন্তু অনেকটাই কমেছে।
- তোমার মতলবটা কী বলতো শ্রেয়া? এবার বাজেটে যে সোনা রুপোর দাম কমেছে সেতো সবাই জানে। আর রাখির শপিং তো পি সি চন্দ্র জুয়েলার্সের সিলভার ব্র্যান্ড 'রিহি' থেকে করাই হয়ে গেছে। তাহলে?
- (রাগের ভঙ্গি করে)'মতলব' বললে কেন,আমি একটা কথার কথা বললাম ,আর তুমি...
- বুঝতে পারছি বোন আর বউয়ের পাল্লায় পড়ে এবার রাখিতে আমায় ফতুর হয়ে যেতে হবে-স্বগতোক্তি করল সৌভিক।
সৌভিকের সন্দেহটা একেবারে অমূলক নয়। সে তার বউ বোনের গয়নাপ্রেমের কথা হাড়েহাড়ে জানে। কিছুক্ষণ আগেই মিতুলের সঙ্গে পি সি চন্দ্র জুয়েলার্স অনলাইন স্টোর নিয়ে দীর্ঘ সময় কথা হয়েছে শ্রেয়ার। কথা বললে ভুল হবে, একজন ব্যাঙ্গালোরে আর একজন কলকাতায় বসে রীতিমতো ছানবিন করেছে পি সি চন্দ্র জুয়েলার্সের ওয়েবসাইট- pcchandraindia.com তারপর দুজনে পছন্দের গয়নাগুলো শর্ট লিস্ট করেছে। এত কিছু করার পর যদি সৌভিক বাদ সাধে তাহলে তো...নাহ রাজি করাতেই হবে সৌভিককে।
বরের পছন্দের কোল্ড কফি তৈরি করে ঘরে ঢুকল শ্রেয়া। সৌভিক অফিস থেকে ফিরে সাধারণত আর ল্যাপটপ নিয়ে বসে না। কিন্তু সেদিন মনোযোগ দিয়ে কাজ করছিল। আড়চোখে শ্রেয়াকে কফির গ্লাস নিয়ে ঢুকতে দেখে তির্যক হেসে বলল,
- এটা কি সোনার দাম কমেছে বলে?
শ্রেয়া উত্তেজিত। কফির গ্লাসটা ধরিয়ে দিয়ে বলল
-শোনো সৌভিক সোনা হল লক্ষ্মী ,সোনা ইনভেস্টমেন্ট। সোনার দাম কিছুটা কমেছে তাই বলছিলাম। কিনে রাখলে লাভই হতো। আমি তো কয়েকটা ইয়ার রিং,পেন্ডেন্ট কিনে রাখব। মিতুলের জন্য একটা স্লিক ব্রেসলেট কিনব।
-দ্যাখো তো এটা তোমার পছন্দ? (ল্যাপটপটা শ্রেয়ার দিকে ঘুরিয়ে মুচকি হেসে বলল সৌভিক)
স্ক্রিনে ঝলমল করছে ঝোলানো ইয়ার রিংটা। ফ্লোরাল মোটিফ,মাঝে পার্ল, এক্কেবারে পার্টি লুক।খুশিতে হইহই করে উঠল শ্রেয়া।
-ওমা মিতুল তো আমার জন্য এটাই বেছেছিল। ভাই বোনে কথা হয়েছে বুঝি? খুব দুষ্টু হয়েছে তো মেয়েটা। দাঁড়াও ভিডিও কলে ডাকছি ওকে।
-পরে ডাকবে, এই মজাদার ইয়ার টপটা দ্যাখো। এটা মিতুলের পছন্দ হবে না? মিষ্টি মিষ্টি দুটো হাঁস।