শেষ আপডেট: 26th September 2023 07:28
ভোরবেলা মোবাইলে টুং করে কী যেন একটা নোটিফিকেশন এল। ঘুম চোখে ফোনটা দেখতে গেল অর্ণব। দেখেই তড়াক করে লাফিয়ে উঠল।
'আজ মণিকার বার্থডে! কাজের চাপে এক্কেবারে মনে ছিল না। কী করা যায়। কী করলে মণিকার মান ভাঙানো যাবে?' ভাবতে ভাবতে পাশে তাকিয়ে দেখল অর্ণব- মণিকা, তার আদরের মণি অঘোরে ঘুমোচ্ছে। ঠোঁটটা কি অভিমানে একটু ফুলে রয়েছে? ভাবতে ভাবতে মাথায় এসে গেল আইডিয়াটা। চট করে ল্যাপটপটা অন করল অর্ণব। পা টিপে টিপে ল্যাপটপ নিয়ে উঠে গেল লিভিংয়ে।
অনলাইন শপিংয়ের নেশা মণিকা অর্ণব দুজনেরই। ছুটির দিনে প্রায় নিয়ম করে দুজনে একসঙ্গে বসে কেনাকাটা করে। মণিকা অর্ণবের পছন্দের টিশার্ট কার্ট করে তো অর্ণব মণিকার ড্রেস। কয়েক দিন আগে এইরকমই দেখতে দেখতে মণিকা খুলেছিল একটা জুয়েলারি সাইট (online gold shopping)। আর দেখতে দেখতে উত্তেজিত হয়ে 'ওয়াও, অ্যামেজিং ,ব্রিলিয়ান্ট ….' বলেই যাচ্ছিল। সোনার গয়নায় (gold Jewellery) অর্ণবের অতটা ইন্টারেস্ট ছিল না। কিন্তু মণিকার কাণ্ড দেখে অর্ণবও দেখতে শুরু করেছিল ওর সঙ্গে।
চোখের সামনে সোনার তারে রংবেরঙের পাখি। একটা নয়,পরপর তিনটে সোনার তার। তাতে বসে আছে অনেক পাখি। প্রতিটা পাখির বসার ধরন, ঘাড় ফেরানো, তাকানোর অভিব্যক্তি আলাদা।
'আরে এতো শুধু গয়না নয়,একটা আর্ট পিস। কোন জুয়েলারি হাউসের তৈরি এটা?' বলে উঠেছিল অর্ণব।
মণিকা হাসতে হাসতে বলেছিল,'ওয়ান অ্যান্ড ওনলি পি সি চন্দ্র জুয়েলার্স (P C Chandra Jewellers)। আর কে পারে এমন কনসেপ্টে গয়না বানাতে? পরের মাসে স্যালারি হলেই এটা কিনব।'
হ্যাঁ, আজ বার্থডেতে এই বার্ড নেকপিসটাই উপহার দেবে অর্ণব। তবেই তো তার মণির চোখে হাসি ঝরবে। পি সি চন্দ্র জুয়েলার্স সাইটে যেতে যেতে অর্ণব ভাবছিল, 'এমন ইউনিক একটা নেকপিস না জানি কত এক্সপেনসিভ হবে!' দাম দেখে চমকে গেল অর্ণব। এত্ত অ্যাফরডেবল! চটপট কিনে ফেলল অর্ণব। বুকে বল এল। এবার আর মণিকা মান করে থাকতে পারবে না।
কথা হচ্ছিল পি সি চন্দ্র গ্রুপের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর শুভ্র চন্দ্রর সঙ্গে। শুভ্র জানালেন,'কয়েক বছর আগেও ভাবা যায়নি, অনলাইনে এত মানুষ সোনার গয়না কিনবেন। ক্রেতাদের আগ্রহ দেখে আমাদের স্বর্ণশিল্পীরাও উৎসাহ পেয়েছেন। অসাধারণ ডিজাইনে গয়না তৈরি হচ্ছে বেশ কম সোনায়। শুধু অনলাইনের জন্যও অনেক এক্সক্লুসিভ ডিজাইন করা হচ্ছে। আমাদের এত বছরের ঐতিহ্য ক্রেতাদের বিশ্বাস ও নির্ভরতা বাড়িয়েছে। আর এখন তো সব গয়নাই হলমার্কড ।তাই অনলাইনে সোনা কেনা নিয়ে কেউ দ্বিধায় পড়ছেন না।'
দ্বিধা নেই ডিজাইন নিয়েও। কম সোনায় অসাধারণ কনসেপ্টে ইউনিক জুয়েলারি তৈরি হচ্ছে পি সি চন্দ্র জুয়েলার্সের অনলাইন স্টোরের জন্য। ঘরে বসে ,অফিসে কাজের ফাঁকে, যখন খুশি এক্সক্লুসিভ সোনার গয়না কিনে ফেলার এমন সুযোগ রয়েছে শুধু পি সি চন্দ্র জুয়েলার্সের অনলাইন স্টোরেই।
কৌশিকী অমাবস্যা: যেতে না পারলে ডাকযোগে পুজো দিন তারামাকে, তারাপীঠে অনলাইন নেই