শেষ আপডেট: 22nd January 2025 19:46
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান উপলক্ষে নীতা আম্বানি একটি বিশেষ ডিনারে গিয়েছিলেন। সেখানে তাঁর ফ্যাশনে মুগ্ধ নেটপাড়া। তিনি তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা এক সুন্দর জমেওয়ার শাড়ি পরেন। এই শাড়িটি তৈরি করতে প্রায় ১,৯০০ ঘণ্টা সময় লেগেছে এবং এতে রয়েছে সূক্ষ্ম কারুকাজ। শাড়ির সঙ্গে তিনি পরেন একটি আধুনিক ব্লাউজ, যা গলায় হীরার ব্রোচ দিয়ে সাজানো ছিল।
নীতা আম্বানির শাড়িতে দেখা গিয়েছে কাশ্মীরি কাশিদাকারি কাজ, যা এই শাড়িকে এক অনন্য রূপ দিয়েছে। এই কাজটি কাশ্মীরি ঐতিহ্যকে তুলে ধরে। যা সুতো এবং পুঁতির মাধ্যমে সূক্ষ্ম জটিল নকশা তৈরি করা হয়। শাড়িটির ডিজাইনে ঐতিহ্য ও আধুনিকতার এমন এক নিখুঁত সমন্বয় ফুটে উঠেছে, যা সবাইকে মুগ্ধ করে।
নীতার গয়না ছিল একদম নিখুঁত এবং তা তাঁর পুরো লুককে আরও উজ্জ্বল করেছে। বিশেষ করে, নীতা আম্বানির কানে মুক্তো ও হীরে দিয়ে তৈরি ঝুমকা নজর কাড়তে বাধ্য। এর আগে, মুকেশ এবং নীতা আম্বানি ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে একটি ব্যক্তিগত সংবর্ধনায় যোগ দিয়েছিলেন। সেখানে নীতা আম্বানি পরেছিলেন এক দারুণ কাঞ্চীপুরম শাড়ি, যাতে ছিল বিশেষ নকশা।
শাড়ির সঙ্গে ছিল মণীশ মালহোত্রার ডিজাইন করা একটি ভেলভেট ব্লাউজ। এক কথায় ডিনার পার্টিতে তাঁর গয়না দিয়ে সবাইকে মুগ্ধ করেন, বিশেষ করে ১৮ শতকের একটি তোতা পেন্ডেন্ট যা নানা রঙের রত্ন দিয়ে সাজানো ছিল।