শেষ আপডেট: 30th October 2021 09:25
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজা শেষ, কিন্তু উৎসবের মরশুম শেষ হয়নি এখনও। দেওয়ালি-ভাইফোঁটার ফেস্টিভ সিজনকে মাথায় রেখে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফ্যাশন ব্র্যান্ডগুলোও হাজির তাদের উৎসবের কালেকশন নিয়ে। সামনেই দীপাবলি। আলোর এই উৎসবে ইন্টারন্যাশনাল রিটেলার ফ্যাশন ব্র্যান্ড এইচ অ্যান্ড এম 'ব্রাইটার দ্যান এভার' নামে এক নতুন ফেস্টিভ ক্যাম্পেন শুরু করেছে। গত বছর এই ক্যাম্পেন ক্রেতাদের মধ্যে বিপুল সাড়া ফেলে। ফলে এই বছরেও ফেস্টিভ সিজনে এই ক্যাম্পেন অব্যাহত।এই কালেকশনের প্রতিটি পোশাকই এক্সক্লুসিভ। ফেব্রিক এতটাই আরামদায়ক যা শরীরে হিল্লোল আনে। মেয়েদের অ্যাটেয়ারে রয়েছে ফ্যাশনেবল ড্রেসেস, জাম্প স্যুট, সিলোওয়েটস ইত্যাদি। কখনও স্মার্ট প্রিন্টের কারিকুরি, আবার কখনও স্টোন আর সিক্যুইনের কম্বিনেশনে ক্রেতাদের মন জয় করেছে এই কালেকশন। রিসাইকেলড পলিয়েস্টার ও সিল্ক, অর্গানিক কটন, টেন্সিল ইত্যাদি ফ্যব্রিকের ব্যবহারে প্রতিটি পোশাক কম্ফোর্টেবল। বেজ, গোল্ড, বারগেন্ডি, লাইল্যাক, সিলভার ইত্যাদি রঙের ব্যবহার শুধু ট্রেন্ডিই নয়, মহিলাদের পোশাক সেন্সেশনও তৈরি করতে পারে। পুরুষদের কালেকশনে আছে শার্ট, যোগার্স ইত্যাদি, যা হতে পারে আজকের প্রজন্মের যে কোনও পুরুষদের স্টাইল স্টেটমেন্ট। 'ব্রাইটার দ্যান এভার' এই কালেকশন ভারতীয় আবহাওয়ার জন্যও খুবই উপযোগী। ১২৯৯ টাকা থেকে পুরুষদের কালেকশনের দাম শুরু। আর মেয়েদের কালেকশনের দাম শুরু হয় ৯৯৯ টাকার থেকে। কিডস কালেকশনও বেশ আকর্ষণীয়। ৬৯৯ টাকার থেকে দাম শুরু।এইচ অ্যান্ড এম ইন্ডিয়ার কমিউনিকেশন মার্কেটিংয়ের কর্ণধার অমিত কোঠারি জানালেন, 'কোভিড আবহে সাধারণ মানুষের জীবনযাত্রায় অনেকটাই বদল ঘটেছে। বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। ফলে এমন পোশাক আমরা এনেছি যা চলাফেরায় স্বাচ্ছন্দ্যের পাশাপাশি দামের ক্ষেত্রেও সাধারণের এক্তিয়ারের মধ্যে।' ইতিমধ্যেই সিলভার স্ক্রিন তারকাদের মধ্যেও বিপুলভাবে সাড়া ফেলেছে এই পোশাক। এই কালেকশন ভবিষ্যতে সাসটেইনেবল ফ্যাশন হতে পারে। পোশাকে যেন একটা 'ফিল গুড' ব্যাপার থাকে, সেটা মাথায় রেখেই আরামদায়ক মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। গত বছরে এই কালেকশন যথেষ্ট সাড়া ফেলে। আর এই বছরে 'ক্যাম্পেন ফেস ' হলেন বলিউড অভিনেতা অভিনেত্রীরা। রাজকুমার রাও থেকে শুরু করে সঞ্জনা সাংহি ,আদর্শ গৌরভ, ইশওয়াক সিং। এঁদের বিভিন্ন আউটলেটে এমন কী অনলাইনেও এই কালেকশন পাওয়া যাচ্ছে। আপনি চাইলে আজই এই কালেকশন নিজের পছন্দ ও রুচি অনুযায়ী চটপট কিনতে পারেন । যা আপনাকে অনায়াসে করে তুলবে এই উৎসবের দিনের সেন্টার অফ অ্যাট্রাকশন।