শেষ আপডেট: 12th July 2023 15:23
দ্য ওয়াল ব্যুরো: বাদলা দিনে পার্টি! ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন পার্টি, গেট টুগেদার, নানা ধরনের সেলিব্রেশন (New monsoon collection) এই সময় তো লেগেই থাকে। ফলে তার জন্য চাই এমন উপযুক্ত অ্যাটেয়ার যা সহজেই জল ঝরে যায়।
সম্প্রতি তাঁর মনসুন পার্টি কালেকশন 'ইমার্স' লঞ্চ করল। অভিষেক তাঁর কালেকশন নিয়ে অনেক কথা বললেন। আলাপচারিতায় চৈতালি দত্ত।
আপনার মনসুন পার্টিওয়্যার কালেকশন 'ইমার্স'-এর স্পেশালিটি কী?
ফ্যাব্রিক, কালার প্যালেট, টেক্সচার, এমব্রয়ডারি সবকিছু নিয়েই এটি আমার এ বছরের বিশেষ মনসুন পার্টিওয়্যার কালেকশন। বৃষ্টির জল যদি পোশাকে পরে তবে তা শোষণ করার ক্ষমতা থাকে না। ফলে পোশাক ভিজে গেলে তা দেখতে ভাল লাগে না। সেই কারণেই আমি রিসাইকেল ফ্যাব্রিক ব্যবহার করেছি। নাইলনকে ডেভলপ করে শিয়ার ফ্যাব্রিক দিয়ে কাজ করেছি। যার মধ্যে রকমারি টেক্সচার এবং নানা ধরনের হ্যান্ড এমব্রয়ডারি রয়েছে। এ বছর আমি 'সাসটেইনাবিলিটি' ফ্যাব্রিককে প্রমোট করছি। এই ফ্যাব্রিকের সুবিধা হল পোশাকে এক ফোঁটা জল পরলেও সেটা বসে না। জল পোশাক থেকে ঝরে যায়। মূলত অ্যাকোয়া থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই কালেকশন এবার লঞ্চ করেছি। এই কালেকশনে কোরালের মতো দেখতে হ্যান্ড এমব্রয়ডারি রয়েছে। একেবারে অন্যভাবে তৈরি করা এই কালেকশন বিশেষত্বের দাবি রাখে।
মেয়েদের জন্য আপনি কী ধরনের অ্যাটেয়ার লঞ্চ করেছেন?
শিয়ার জ্যাকেট, ড্রেসেস, ট্রান্সপারেন্ট জ্যাকেট যা ড্রেসের সঙ্গে পরা যেতে পারে। প্যান্টের সঙ্গে পরার জন্য রয়েছে ক্রপ টপ, ক্রপ জ্যাকেট ইত্যাদি। পোশাকে ট্রান্সপারেন্ট লেয়ারিং রয়েছে। এই কালেকশনে 'শিয়ার' ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। নাইলনের মধ্যে একটা 'শিয়ার' ব্যাপার রয়েছে। এই ফ্যাব্রিকের ওপর টেক্সচার, থ্রেড ওয়ার্ক এবং ফ্রেঞ্চ নট দিয়ে হ্যান্ড এমব্রয়ডারি করা হয়েছে।
ছেলেদের কালেকশনে কী কী আছে?
সামার জ্যাকেট, বোম্বার জ্যাকেট। আর এই ধরনের জ্যাকেট এই সিজনে ফ্যাশনে ইন্। যা থ্রি ফোর্থ প্যান্ট কিংবা স্লিম প্যান্টের সঙ্গে পরা যেতে পারে। এখন ছেলেরা হাই আঙ্কেল প্যান্ট পরতে খুবই পছন্দ করেন। এই প্যান্টের চাহিদা এখন তুঙ্গে। ফলে এই ধরনের প্যান্টও কালেকশনে রয়েছে।
কালেকশনের কী কী ধরনের কালার প্যালেট আছে?
মেয়েদের কালার প্যালেটে রয়েছে টিল ব্লু, ভিভা ম্যাজেন্টা, কোরাল, অ্যাকোয়া ব্লু, লাইল্যাক ইত্যাদি। এছাড়া গ্রে গ্রিন, বেজ, বিস্কিট, টিল ব্লু ইত্যাদি কালার পুরুষদের পোশাকে ফোকাস করেছি।
স্টাইল আইকন বিবি রাসেলের লেটেস্ট কালেকশন কী? অনলাইনে কেনা যায় তো?