শেষ আপডেট: 12th August 2023 08:19
দ্য ওয়াল ব্যুরো: একই সঙ্গে এস্থেটিক আবার খাবার দাবারও অপূর্ব, সেরম ক্যাফের খোঁজ করছেন তো? দ্য ওয়াল নিয়ে এল তেমনই একটা ক্যাফের খোঁজ (New aesthetic café at Kolkata)। ঠিক যোগেশচন্দ্র ল কলেজের পাশের সরু গলি দিয়ে ঢুকে কিছুদূর এগিয়ে গেলেই ডানদিকে পড়বে এই ক্যাফে। নাম ‘বোহো ট্রাঙ্ক ক্যাফে অ্যান্ড স্টোর’।
এতই মায়াবী, যে, সেই আলোর দিকে তাকিয়ে আপনি কয়েক ঘণ্টা বসে থাকতে পারবেন। তারপর রয়েছে খাবার দাবার আর ড্রিঙ্কস। গরমের সময়ে গেলে 'মাস্ট ট্রাই' কিউকাম্বার কুলার, আইরিশ কফি আরও নানা ধরনের সুস্বাদু ড্রিঙ্কস। খাবারের মধ্যে অবশ্যই চেখে দেখবেন বারবিকিউ চিকেন পিৎজা, ফিশ ক্রেকার্স এবং শ্রুম।
চমক এখানেই শেষ নয়। এই ক্যাফেতে রয়েছে বিভিন্ন বোহেমিয়ান জিনিসপত্রের খোঁজ। পেয়ে যাবেন বোহো স্টাইলের জামাকাপড়, শাড়ি, শার্ট, ড্রেসও। সব ডিজাইনই কিন্তু একদম নতুন এবং চোখে লাগার মতো। রয়েছে বাড়ি সাজানোর জিনিস, হাতে আঁকা সুন্দর কোস্টার এবং ট্রেও।
ক্যাফের কর্ণধার আকাশলীনা বন্দোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁর বরাবরই টেকসই ও বোহেমিয়ান জিনিসপত্র নিয়ে কাজ করার ইচ্ছে ছিল। ফলে সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই এই ক্যাফের পথচলা শুরু। ক্যাফেতে প্রায়ই চলে নানা ফটোগ্রাফি এবং আঁকার এক্সিবিশন।
আরও পড়ুন: মোমো থেকে পিৎজা, মাত্র ৫৯ টাকা থেকে শুরু দারুণ সব স্ন্যাক্স! উত্তর কলকাতায় নতুন ক্যাফে