শেষ আপডেট: 7th August 2023 13:21
পোশাক, অলংকার শুধুমাত্র যে পরিধান তা নয়। যদি তা নান্দনিক হয় তবে তা শিল্প হয়ে ওঠে। এমনই এক হৃদয়গ্রাহী প্রদর্শনী কাম সেল হয়ে গেল দ্য কমনরুম ক্যাফেতে। এই প্রদর্শনীর দুই কান্ডারি ফ্যাশন ডিজাইনার অদিতি ভট্টাচার্য এবং চিত্র পরিচালক পারমিতা মুন্সি (Moonsoon magic Hema Malini collection of designer Paramita Munsi)।
পারমিতা নিজে একজন চিত্র পরিচালক হলেও ছেলেবেলার থেকেই গয়নার প্রতি তাঁর অমোঘ আকর্ষণ। নিজেও গয়না পরতে তিনি ভীষণ ভালবাসেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার প্রত্যন্ত গ্রামে গয়না তৈরির পুরুষ মহিলা কারিগর আছেন। পারমিতার নিজস্ব চিন্তাভাবনায় এই সমস্ত কারিগরকে দিয়ে তিনি হাতে তৈরি গয়না করেছেন। আর এই সব গয়না নিয়ে 'পারমিতার গয়নার বাক্স' কালেকশন এই প্রদর্শনীতে লঞ্চ করলেন তিনি।
কথা প্রসঙ্গে পারমিতা জানালেন, 'মূলত প্যাশন থেকে গয়নার কালেকশন নিয়ে এলাম। ড্রিম গার্ল হেমা মালিনী এবং বাদশা শাহরুখ খান দুজনই আমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রী। আমার ছবি 'হেমা মালিনী' প্রোমোশনে 'হেমা মালিনী কালেকশন' নিয়ে একটু বিশদে কাজ করার ইচ্ছা আছে। বেশিরভাগ কালেকশনে কান ও গলার সেট রয়েছে। আমার গয়নার কালেকশন ইউনিসেক্স। যাতে গয়না তৈরির মাধ্যমে কিছু মানুষের কর্মসংস্থানের জায়গা করে দিতে পারি সেটাই আমার প্রচেষ্টা।
'হেমামালিনী ও শাহরুখ খানের কালেকশন কাঠের উপরে কাপড় ক্যানভাসে হ্যান্ড পেইন্টিং করা। তার সঙ্গে রয়েছে অভ্র, মোতি এবং ক্রিস্টলের মিলি জুলি। হ্যান্ড মেড গয়নার কালেকশনে মা দুর্গার থেকে শুরু করে ছিল রকমারি মোটিভ। মাটি, বাঁশ, জুট, কাঠ, নারকেলের খোসা ইত্যাদি উপকরণে তৈরি কানের দুল থেকে শুরু করে নেক পিস, নাকফুল, হাতের চুড়ি, আংটি ইত্যাদি। আর এই গয়না হল পরিবেশবান্ধব। এছাড়াও ছিল সিলভার রেপ্লিকা জাঙ্ক জুয়েলারি যার বাহারে মুগ্ধ হতে হয়। আগামী দিনে এইসব কালেকশন অনলাইনে নিয়ে আসার পাশাপাশি ভবিষ্যতে গয়নার শোরুম খোলার পরিকল্পনা রয়েছে বলে জানালেন পারমিতা।
এছাড়াও প্রদর্শনীতে ফ্যাশন ডিজাইনার যেমন, অদিতি ভট্টাচার্যের ফ্লোরাল, জিওমেট্রিক্যাল, মোঘল ইত্যাদি প্রিন্টের পোশাকের কালেকশন ছিল অত্যন্ত নজরকাড়া। ভাইব্রান্ট কালারের পিওর কটন, জয়পুরি, কটকি, খাদি, কোটা ইত্যাদি ফ্যাব্রিকের লং ড্রেস, জামস্যুট, কুর্তি, ক্রপটপ, গাউন, কাপ্তান, কর্সেট, স্কার্ট, টপ ইত্যাদি কালেকশনের প্যাটার্নে ছিল ভিন্নতা। পোশাকে পার্টি লুক দিতে ছিল জারদৌসির প্লেসমেন্ট ওয়ার্ক। থিম ছিল 'মনসুন ম্যাজিক'। অদিতি বললেন, 'বর্ষার দিনে একটা গুমোট ভাব থাকে। তাই এই ধরনের মেটিরিয়াল নিয়ে কাজ করেছি, যা পরে আরাম মিলবে। আমার কালেকশন ফিউশন হলেও তাতে ট্র্যাডিশনের ছোঁয়া থাকে।'
সব মিলিয়ে অদিতি, পারমিতার কালেকশন ছিল শিল্প সুষমায় ভরপুর।
আরও পড়ুন: টুইঙ্কল খান্না শুরু করলেন ইন্টিরিয়ার ডিজাইনার কোর্স, বাংলার পড়ুয়াদের কাছে ভাল সুযোগ