শেষ আপডেট: 24th April 2024 19:52
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েল গাজার যুদ্ধের রেশ এবার ল্যাকমে ফ্যাশন সপ্তাহের মঞ্চেও। ঝাঁ চকচকে ফ্যাশনের মঞ্চকেই প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার করা হল। রবিবার র্যাম্প ওয়াক চলাকালীনই পোস্টার হাতে মঞ্চে উঠে পড়লেন এক যুবক।
ল্যাকমে ফ্যাশন সপ্তাহ চলছিল দিল্লিতে, রবিবারই ছিল শেষ দিন। র্যাম্পে একে একে আসছিলেন মডেলরা, জোরকদমে চলছিল অনুষ্ঠান। তারই মধ্যে এক যুবক আচমকা উঠে পড়লেন র্যাম্পে। তাঁর হাতে একটি পোস্টার। সেখানে লেখা 'সেভ গাজা'। প্রথমে তাঁকে দেখে মডেল মনে হলেও খুব তাড়াতাড়ি সেই ভুল ভাঙে দর্শকদের।
যে ডিজাইনারের পোশাক পরে র্যাম্পে হাঁটছিলেন মডেলরা তার সঙ্গে কোনও মিলই ছিল না র্যাম্পে উঠে পড়া প্রতিবাদী যুবকের। হাতে ধরা পোস্টারে লেখা ছিল 'সেভ গাজা ফ্রম জেনোসাইড'। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দর্শকদের মধ্যে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মঞ্চে এই ভাবে প্রতিবাদের ঘটনা নতুন নয়। এর আগেও আন্তর্জাতিক মঞ্চকে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহার হতে দেখা গেছে। কান সহ একাধিক মঞ্চে বারবার কখনও নগ্ন হতে দেখা গেছে অভিনেত্রীকে আবার কখনও প্রতিবাদী পোস্টার লেখা ব্যক্তিকে দেখা গিয়েছে ক্যামেরার সামনে।