শেষ আপডেট: 12th April 2025 20:39
দ্য ওয়াল ব্যুরো: চৈত্র সেল (Chaitra Sale) চলছে এখন। কিছুদিন বাদেই আসছে পয়লা বৈশাখ (Paila Baishakh)। বাংলার নতুন বছরে (Bengali new year) নতুন কিছু পরার জন্য গুছিয়ে শপিং করছেন সবাই। এই গরমে বেশিভাগ মানুষেরই পছন্দ সুতি বা কটন ড্রেস মেটিরিয়াল (cotton dress material)। কিন্তু আজকাল বাজারে আসল নকলের মধ্যে ফারাক এতটাই কম যে, বোঝার উপায় নেই যে জামাটি আপনি কিনে আনলেন ১০০% সুতি (100% cotton) ভেবে, তাতে আসলে সুতির পরিমাণ খুবই কম।
কীভাবে চিনবেন তাহলে, কোনটা আসল সুতি আর কীসে মিশে রয়েছে অন্য কোনও সিন্থেটিক?
১) যে কাপড়টি কিনছেন, তার একটা ছোট টুকরো নিন। তারপর সেটা পুড়িয়ে ফেলুন। যদি সেই কাপড় ১০০% সুতি হয়, তাহলে পুড়ে যাওয়ার সময় ছাই হয়ে যায় (কাগজ বা কাঠের মতো)। যদি তাতে সিন্থেটিক মিশে থাকে, তাহলে ছাই না হয়ে গলে যাবে, প্লাস্টিকের মতো গন্ধও বেরোবে।
২) আসল সুতি তুলোর মতো, নরম আর শীতল হয়। নকল কাপড় চটচটে, রুক্ষ্ম হয়। গরমে গায়ের সঙ্গে আটকে যায়। সুতি হলে গরমে-ঘামে জামা গায়ে আটকে যাবে না।
৩) সুতির কাপড় সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায়, জল পড়লে তা শুষে নেয়। কিন্তু কাপড়ে যদি জল খুব ধীরে ধীরে শোষিত হয় তাহলে বুঝতে হবে ওই কাপড় নকল।
৪) প্রাকৃতিক তুলোর সুতো খুব সহজে ছিঁড়ে যায়। কিন্তু যে জামায় সিন্থেটিক মিশে থাকে, তা খুব সহজে ছেঁড়া যায় না। সেটাও একটা ভাল উপায় আসল সুতি চেনার।
৫) কাপড়ের ট্যাগে যদি ১০০% সুতি লেখা থাকেও, তাহলেও সব সময় তা বিশ্বাসযোগ্য হয় না। ১০০% সুতির পোশাকের দাম সাধারণত অনেক বেশি হয়। সেই তুলনায় সিন্থেটিক কাপড়ের দাম কম হয়। তাই নকল কাপড় হলে তা অনেক সস্তায় পেতে পারেন আপনি।
৬) সুতির কাপড় কুঁচকে যেতে পারে খুব তাড়াতাড়ি, বরং সিন্থেটিক কাপড় টানটান থাকে, সহজে কুঁচকায় না।