
‘সোনাক্ষী চোর’: সর্বসমক্ষে বললেন অভিনেত্রী হুমা কুরেশি
দ্য ওয়াল ব্যুরো: একই পেশায় অন্তর্গত সহকর্মীদের প্রতি হিংসা, বিদ্বেষ উগড়ে দেওয়ার ঘটনা বি-টাউনে এর আগেও ঘটেছে। আর অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে চিরাচরিত ঝগড়া, অশান্তি আর টিকা টিপ্পনির সাক্ষী তো থেকেছেন বহু মানুষই। কখনও মঞ্চে দাঁড়িয়ে, কখনও বা ইন্টারভিউয়ে, আবার কখনও টক শো’তে এসে একে অপরকে বিঁধেছেন কেউ কেউ। এবার সোশ্যাল মিডিয়ায় খুল্লামখুল্লা চলল লড়াই!এবারে যুদ্ধ বেঁধেছে সোনাক্ষী সিনহা আর হুমা কুরেশির মধ্যে। দু’জনের বাকবিতণ্ডার সাক্ষী থাকলেন নেটবাসী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সোনাক্ষী। ছোটবেলার বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করছেন গোয়ায়। পরনে স্টাইলিশ ওয়েস্টার্ন পোশাক। তবে চুল বেঁধেছেন একেবারে ভিন্নভাবে। মাথায় দু’পাশে দুটো খোঁপা বেঁধেছেন সোনাক্ষী। আর এই চুল বাঁধা নিয়েই ঝগড়া বেঁধেছে দু’জনের মধ্যে।
ছবির নীচে সকলের ভাল ভাল মন্তব্যই ছিল। তার মাঝেই হুট করে হুমা কুরেশি ঢুকে মন্তব্য করেছেন, “তুমি আমার স্টাইল নকল করেছ! চোর!” ব্যস। ‘চোর’ সম্বোধন শুনে রেগে তেতে-পুড়ে উঠেছেন সোনাক্ষী। সঙ্গে সঙ্গে মন্তব্য করেছেন, “কপিরাইট দেখাও।” তাঁদের দু’জনের কথোপকথনে আরও এক সেলেব্রিটি এসে পড়ায়, তাঁকে এসব থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন সোনাক্ষী।
কেউ কেউ একদিকে যেমন দুই অভিনেত্রীর সর্বসমক্ষে ঝগড়া দেখে তাজ্জব বনে গেছেন, অন্যদিকে আবার অনেকেই মনে করছেন, এসব আদতেই মজার ছলে দু’জনে লিখেছেন। এর আগেও একরকম পোশাক, স্টাইল নিয়ে বিশেষ করে নায়িকাদের মধ্যে মন কষাকষি দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের সামনে নামকরা অভিনেত্রীকে এভাবে ‘ছোট’ করে কথা বলায় হুমা কুরেশির সমালোচনাও করছেন বহু মানুষ।