শেষ আপডেট: 22nd March 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: ফুল তো ফুটবেই, কিন্তু এই বসন্তে নতুন করে ফলের (Fruit) সমাহার। খাবারদাবার বরাবরই ফ্যাশন ডিজাইনারদের কাছে একটা বড় ইন্সপিরেশন হয়ে থেকেছে। টুকটুকে লাল চেরি হোক বা উজ্জ্বল হলুদ লেবুর টুকরো, বাজিমাত করছে অ্যাকসেসরিজের (accesseries) দুনিয়া। মিলেনিয়াল (MilLennials) থেকে জেন-জি (Gen Z) সবার পছন্দের তালিকায় রয়েছে ফ্রুট জুয়েলারি, জুতো ও অ্যাকসেসরিজ। তাল মিলিয়ে ডিজাইনাররাও মেলে ধরছেন একের পর এক অসাধারণ স্টেটমেন্ট পিস এবং কালেকশন।
এই গরমের হাত থেকে চোখের শান্তি পেতে সেলিব্রিটিরা (Celebrity) ভরসা রাখছেন ফলের ওপর।
সেলিব্রিটি ব্র্যান্ড জুডিথের (Judith) কিছু ফ্রুট কালেকশন এক কথায় অসাধারণ। তরমুজ আর স্ট্রবেরি থেকে ইন্সপায়ার্ড ব্যাগ নজর কাড়বে সবার।
বিদেশী কিছু ব্র্যান্ড দারুণ কিছু স্টেটমেন্ট পিস নিয়ে কাজ করেছে, যেমন কেট স্পেডের (Kate Spade) ফ্রুট স্যালাড চার্ম ব্রেসলেট, ডলসে অ্যান্ড গাবানার (Dolce & Gabbana) হেড অ্যাকসেসরিজ নজরকাড়া।
ফ্রুট চার্মের প্রতি ভালবাসা যদি আপনারও থাকে তাহলে পকেটের টান বাঁচিয়ে, সাধ্যের মধ্যে সাধপূরণে জারার (Zara) কিছু কালেকশনও রয়েছে। আপনিও পরখ করে দেখতে পারেন।
ফ্যাশন ব্রান্ড ক্লোয়ের (Chloe) মেটালিক ফ্রুট কালেকশনেও রয়েছে চোখ ধাঁধানো সম্ভার।
বলিউড অভিনেত্রী খুশি কাপুরও (Khushi Kapoor) বেছে নিয়েছেন সাইট্রাস পাঞ্চ, গরমে এ যেন চোখের আরাম।