শেষ আপডেট: 31st October 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: দীপাবলী মানেই চারপাশে আলোর রোশনাই। এদিন সন্ধ্যায় তুই কি রঙের শাড়ি মানাবে, তার সঙ্গে মানানসই গয়না, মেকআপ কেমন হবে, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চিন্তা ভাবনা। পোশাক, গয়না ঠিক হয়ে গেলেও, মেকআপ কেমন হবে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না কেউ কেউ। তাই তাঁদের কথা মাথায় রেখেই কালীপুজোর মেকআপ গাইড দেওয়া হল।
শুধু সুন্দরভাবে মেকআপ করলেই সাজ সম্পূর্ণ হয় না। যাতে সেই মেকআপ মুখে দীর্ঘক্ষণ একইভাবে থাকে, সেইদিকেও নজর রাখতে হয়। তাই সুন্দরভাবে সেজে ওঠার জন্যে প্রথমেই মুখকে প্রস্তুত করে নেওয়া প্রয়োজন। জেনে নেওয়া যাক লাগানোর আগে মুখকে কীভাবে প্রস্তুত করে নিতে হবে।
মেকআপ লাগানোর আগে মুখে কয়েকটি জিনিস অবশ্যই মাখতে হবে। প্রথমে ক্লিনজার লাগিয়ে মুখ পরিষ্কার করে, তারপর টোনার এবং জেল বেসড ময়শ্চারাইজার লাগাতে হবে। এরপর সঙ্গে সঙ্গে মেকআপ করাই ভাল। প্রয়োজনে ১০ মিনিট মেকআপ শুরু করতে হবে।
মেকআপ শুরু করার প্রথমেই মুখে লাগাতে হবে প্রাইমার। এই প্রাইমারির কাজ কী? প্রাইমারির কাজ হল, যাতে মেকআপ মুখে একই রকমভাবে থাকে। সেই সঙ্গে মেকআপের টেক্সচারও সুন্দর করে তোলে প্রাইমার।
প্রাইমার লাগানো হয়ে গেলে, ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। এতে সমস্ত দাগ লুকিয়ে যাবে। মুখে ফাউন্ডেশন লাগানোর পরে ব্লেন্ডার দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে চোখের চারপাশে, গালে, গলায় এবং ঘাড়েও ফাউন্ডেশন সমানভাবে লাগে। কারণ মেকআপ বেস ভাল হওয়া খুব জরুরি।
ফাউন্ডেশন লাগানোর পরে চোখের নিচে এবং মুখের কালো ছোপের উপরে কনসিলার লাগিয়ে নিতে হবে। তারপর গালে, কপালে এবং জ লাইনেও কন্টোর করে নিলেই একটি শার্প লুক পাওয়া যাবে। যদি মনে হয় ব্লাশ লাগানো প্রয়োজন, তাহলে গালে সামান্য লাগিয়ে নেওয়া যেতে পারে। সবকিছু হয়ে গেলে অবশেষে সুন্দর মত আই মেকআপ করে নিলেই সম্পূর্ণ হবে কালীপুজোর সন্ধ্যার সাজ।
দীপাবলির রাতে মেকআপে যদি গ্লিটারের ছোঁয়া না থাকে, তাহলে মেকআপটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই নজর কাটতে মিটার আইশ্যাডো ব্যবহার করা পারে। যদি শাড়ির রং খুব গাঢ় হয়, তাহলে ন্যুড মেকআপও বেশ মানাবে। অবশেষে চোখের তলায় বেস পাউডার লাগাতে ভুললে চলবে না।