শেষ আপডেট: 27th July 2024 16:53
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার আকাশটা দেখলে কেমন বেভুল হয়ে যেতে হয়! এই ঝমঝমিয়ে বৃষ্টি! এই প্যাচপ্যাচে গরম! এদিকে সারাক্ষণ একটা গুমোট ভাব! এই অবস্থায় রাস্তায় বেরোলেই চিন্তায় থাকতে হয়, কী পরে বেরোলে ভাল হয়। শুধু জামা হলেই হল না, সঙ্গে মানানসই প্যান্ট থাকতে হবে। কাজের জগতে যেতে হবে। আবহাওয়া আর পেশাদারিত্ব, দুটোকে ম্যানেজ করা কি আর কম কথা? এই ভারসাম্যের গল্প নিয়েই বাজার কাঁপাতে আসছে ফ্যাব-ইন্ডিয়া। বাস্তবের সঙ্গে যুক্ত হয়েছে স্টাইল। দ্য ওয়াল 'ঘরে-বাইরে'-র সঙ্গে দেখে নিন, ফ্যাব ইন্ডিয়ার একেবারে ঝাঁ চকচকে নতুন কালেকশন।
ঢিলেঢালা, হালকা, গরমেও ভাল, গুমোটেও আরাম। এই পোশাকের সবচেয়ে ভাল দিক, এর বহুমুখিতা। এই প্রিন্টেড জামা পরে যেমন অফিস চলে যাওয়া যায়, তেমনই কোনও অনুষ্ঠানের 'এথনিক' সাজেও দিব্যি চালিয়ে দেওয়া যায়।
উচ্চারণে 'জিলে' হলেও আদতে বানান দেখে মনে হতে পারে 'গিলেট'। দেখতে যেমন রাজকীয়, পরলে ভাবখানাও তেমনই আসে। মনে হবে, যেন পেল্লায় কেউ এলেন, বাজখাঁই কোনও বৈঠকে যোগ দেবেন। অফিসে যোগ দেওয়া হোক বা জরুরি বৈঠকে যাওয়া হোক, 'জিলে'-র জুড়ি মেলা ভার। পুরুষদের আভিজাত্যের সেরা চিহ্ন হিসেবে ধরা যেতে পারে।
পেশাদারিত্ব ও আভিজাত্যে জিলের যোগ যেমন বাড়তি মাত্রা যোগ করে, তেমনই মেয়েদের ক্ষেত্রে ব্রাউন শাড়ি। ফ্লোয়িং ফ্যাব্রিকে হালকা এই শাড়িতে পরিশীলিত ড্রপিং স্টাইল একইসঙ্গে আরাম ও নজরকাড়া লুক দুইই দিতে পারে। অফিসে বড়সড় কোনও কাজ আছে? নির্ভাবনায় পরে চলে যেতে পারেন।
একনজরে কুর্তার সঙ্গে গুলিয়ে যেতে পারে। কিন্তু এই পোশাকে আধুনিকতার সঙ্গে রয়েছে আরাম ও ঐতিহ্যের সমাহার। যথেষ্ট উজ্জ্বল এই পোশাক ফ্যাব ইন্ডিয়ার সংগ্রহের বাড়তি আকর্ষণ। অফিস ও ক্যাজুয়াল, দুই আবহেই দিব্যি মানানসই হতে পারে এটি।