Fireflies Fashion Brand Exhibition
শেষ আপডেট: 18th March 2024 16:15
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি তাজ বেঙ্গলে হয়ে গেল ফায়ারফ্লাইস কলকাতার ফ্যাশন এবং লাইফস্টাইল এক্সিবিশন। অনুষ্ঠানটির থিম ছিল "Drench in Luxury"। একদিনের প্রদর্শনীটি ফ্যাশন উৎসাহী মানুষজন এবং সেলিব্রিটিদের ভিড়ে জমে উঠেছিল। ফায়ারফ্লাইস-এর চার কর্ণধার- প্রীতি আগরওয়াল, স্নেহা তাপদিয়া, সালোনি ভালোটিয়া ও শিল্পী গোয়েল। ফ্যাশন এবং লাইফস্টাইলের ক্ষেত্রে সৃজনশীলতা এবং নিপুণতার দিকে সবসময় নজর থাকে তাঁদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তনুশ্রী চক্রবর্তী, সাহেব ভট্টাচার্য, রিচা শর্মা, মুমতাজ সরকার, মৌবানি সরকার, মল্লিকা, সায়ন্তনী গুহঠাকুরতা, শ্রেয়া পান্ডে, ফলক রশিদ রায়, শুভমিতা, রিতা ভিমানী, সুদর্শন চক্রবর্তী, সোনাল রবি শ্রীবাস্তব, পৌলোমি পোলো দাস, জেসিকা গোমস সহ আরও অনেকে। ফায়ারফ্লাইস -এর প্রদর্শনীতে ৬৫টিরও বেশি কিউরেটেড স্টল ছিল। ভিন্ন স্বাদের স্টাইলিশ শাড়ি, পোশাক, জুয়েলারি, ব্যাগ, চপ্পল, ঘর সাজানোর জিনিসপত্র, উপহারের টুকিটাকি এক কথায় এই প্রদর্শনী ছিল ওয়ান-স্টপ শপিং সেন্টার। বিখ্যাত ডিজাইনার লেবেল থেকে উদীয়মান প্রতিভারা তাঁদের সম্ভার সাজিয়েছিলেন। সার্বিক ওয়েলনেস নিয়ে যাঁরা কাজ করেন তাঁদেরও কাউন্টার ছিল।
ভারতীয় পোশাকের পাশাপাশি আন্তর্জাতিক মানের ওয়েস্টার্ন পোশাকের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছিলেন কয়েকজন ডিজাইনার। স্মার্ট ক্যাজুয়াল থেকে ট্রেন্ডি এবং গর্জিয়াস সব ধরনেরই কালেকশন ছিল। প্রদর্শনীতে ব্রাইডাল কালেকশন, অ্যাকসেসরিজ, গার্মেন্টস, হোম ডেকর এবং লাইফস্টাইল প্রোডাক্টও ছিল।
ফায়ারফ্লাইস, ফ্যাশন এবং লাইফস্টাইল জগতে প্রতিষ্ঠিত নাম। তারা ডিজাইনার ও ব্যবসায়ী উভয়ের জন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আধুনিক স্টাইলকে গুরুত্ব দিয়ে বিভিন্ন বাজেটের নানা ধরনের জিনিসপত্র বিক্রি হয়। এক ছাদের নীচে বিভিন্ন রকম পণ্যের বৈচিত্রময় আয়োজন এই প্রদর্শনী।
প্রীতি আগরওয়াল ও স্নেহা তাপদিয়া, বলেছেন, “আমরা ফ্যাশন এবং লাইফস্টাইলের বিশ্বে একটি আধার তৈরি করার লক্ষ্য রেখেছি। এখানে আমাদের কিছু সেরা সৃষ্টিগুলিকে প্রদর্শিত করা হবে। আমাদের ফ্যাব্রিকের গ্ল্যামার বজায় রাখতে আমরা কুল কালার যেমন নীল, সবুজ এবং সিলভারের শীতল রঙের প্যালেট, জলের ফোঁটার মতো রং ব্যবহার করি৷ প্রদর্শনীর লে আউটে ফোয়ারা বা ক্যাসকেডিং ডিসপ্লের মতো জলের বৈশিষ্ট্য মেলে ধরা হয়।"
এই উপলক্ষে, সালোনি ভালোটিয়া এবং শিল্পী গোয়েল বলেন, “ফায়ারফ্লাইস-এর প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের সর্বাধিক এক্সপোজার দেওয়া হয়। গ্রাহকদের সঙ্গে সংযোগ তৈরি করার উপযুক্ত প্ল্যাটফর্ম দেয় ফায়ারফ্লাইস।"
ইভেন্টটি ডিজাইনারদের সংগ্রহ প্রদর্শনের সুযোগ করে দিয়েছে। সাত্বিকা, মেধাবিনী খৈতান, ওহাস, হাউস অফ গিয়ানি, হাউস অফ গঙ্গা, রেভেলরি, ইউমা, আভামা জুয়েলার্স, অফ দ্য হুক, রুতুজা থমাস, জুইলি, হর্ষিতা সুলতানিয়া, প্রশান্ত সহ বিভিন্ন ব্র্যান্ড শোকেস করেছে সম্ভার। 'Drench in Luxury' থিমের ফায়ারফ্লাইস প্রদর্শনীটি সফল হয়েছে এ ব্যাপারে সন্দেহ নেই।