শেষ আপডেট: 29th May 2023 12:32
ফ্যাশন এবং কস্টিউম ডিজাইনার (Fashion and costume designer) অভিষেক রায় বহুরূপী (Bohurupi) সম্প্রতি স্প্রিং সামার কালেকশন লঞ্চ করলেন। একান্ত সাক্ষাৎকারে অভিষেক তাঁর কালেকশন নিয়ে কথা বললেন দ্য ওয়ালের সঙ্গে (Exclusive interview with Tollywood fashion designer Abhishek Roy)। আলাপচারিতায় চৈতালি দত্ত।
আপনার এ বছরের স্প্রিং সামারের কালেকশনের স্পেশালিটি কি?
মূলত শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের সোনালি রং-এর যে ভ্যারিয়েশন আছে তার থেকে অনুপ্রাণিত হয়ে এই কালেকশন তৈরি করা।
কী ধরনের ফ্যাব্রিক এই কালেকশনে ব্যবহার করা হয়েছে?
লিনেন, কটন,অরগেঞ্জা ফ্যাব্রিকে মূলত ফোকাস করেছি।
মেয়েদের কালেকশনে নতুনত্ব কি আনলেন?
বেশিরভাগই ইন্দো ওয়েস্টার্ন, শাড়ি এবং রকমারি সিলোওয়েটস রয়েছে।
ইন্দো ওয়েস্টার্নে কালেকশন কী কী আছে?
আমার ইন্দো ওয়েস্টার্নে অ্যাসিম্যাট্রিক এবং লেয়ার ড্রেসেস আছে। এই কালেকশন এমন ভাবে তৈরি করা যা সিঙ্গল বা ডাবল লেয়ার করেও যে কোনও অনুষ্ঠানে পরা যায়। দিনের বেলায় সিঙ্গল পিস ব্যবহার করলেও রাতের কোনও পার্টি বা অনুষ্ঠানে একটা পিস 'অ্যাড অন' বা 'লেয়ারিং' করে নিলে অনায়সে নিজের স্টাইল স্টেটমেন্ট তৈরি করা যায়।
আপনি শাড়ির ক্ষেত্রে কি ধরনের ফ্যাব্রিক ব্যবহার করেছেন?
শাড়ির ক্ষেত্রে মলমল ,অরগেঞ্জা ফ্যাব্রিক ব্যবহার করেছি। অরগেঞ্জার মধ্যে 'ওমব্রে' ডাই করা হয়েছে। মলমলের মধ্যে পলাশ ফুলের স্টেনসিল প্রিন্ট করেছি। এটা পুরোটাই হাতে এঁকে তার সঙ্গে রকমারি টেক্সচার ব্যবহার করা।
পুরুষদের কালেকশনে কি কি এনেছেন?
কুর্তার প্রচুর ভ্যারাইটি আছে। সঙ্গে ধুতি অথবা চুড়িদার পরা যেতে পারে। হোয়াইট কালারের ধূতির ওপরে ইয়ালো কালারের 'ওমব্রে' ডাই করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্যাটার্নের শার্ট আছে।
এই কালেকশনের কালার প্যালেট কি কি ?
ইয়ালো, গ্রিন এবং লাইট ব্রাউনের টেক্সচার আছে ।
আপনার সিগনেচার স্টাইল কি?
প্রিন্ট এবং সিলোওয়েটস।
অতীত-বর্তমানের দ্বন্দ্বে মুখোমুখি কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’, কাকে এগিয়ে রাখলেন পরিচালক