নিজস্ব চিত্র
শেষ আপডেট: 8th November 2024 13:35
দ্য ওয়াল ব্যুরো: পার্টি বা কোনও অনুষ্ঠান বাড়িতে আয়রন করা পরিপাটি শাড়িই সকলের পছন্দের তালিকায় থাকে। কোথাও গেলেও অগোছালো জিনিস সাধারণত পরে না কেউ। কিন্তু সময় পাল্টেছে। এখন এমন কিছু জিনিস ট্রেন্ডে এসেছে, যা আগে ভাবা হত না। কুঁচকে যাওয়া টিস্যু শাড়িও তেমন। প্রতি বছরই উৎসবের মরশুমে কোনও না কোনও শাড়ি ট্রেন্ডে আসে। ট্রেন্ড শুরু করেন খানিকটা সেলেবরাই। বলিউড সুন্দরীদের দেখে আমরা অনেকেই মুগ্ধ হয়ে সেই সব ট্রেন্ডে গা ভাসাই। এবার তেমনই ট্রেন্ড সেটার হিসেবে বাজার কাঁপাচ্ছে এই কুঁচকে যাওয়া টিস্যু শাড়ি। জাহ্নবী থেকে শ্রদ্ধা কাপুর, সকলেই এই শাড়িতে নানা লুকে ধরা দিচ্ছেন।
কুঁচকে যাওয়া জামা-কাপড় দেখে আগেকার দিনে মা-কাকিমারা বলতেন হাঁড়ির ভিতর থেকে বের করে পরা হয়েছে। সাধারণত সেই সব জামা-কাপড় স্কুল, কলেজ বা অফিস, পার্টি কোথাও পরা হত না। কিন্তু এখন সেই কুঁচকে যাওয়া শাড়িই ট্রেন্ডে ইন। পার্টি ওয়্যার সঙ্গে ট্র্যাডিশনাল লুক। এই দুইয়ের সংমিশ্রন হল ক্রাশড টিস্যু শাড়ি। ওজন নেই তেমন। পরে সারাদিন থাকলেও তেমন অস্বস্তি হওয়ার নয়। খানিকটা অর্গ্যাঞ্জার মতো, কিন্তু রয়েছে শিমারি লুক।
ক্রাশড টিস্যুর বেস সাধারণত সলিড হয়। প্রিন্টেড সেভাবে হয় না। তবে, কোনও কোনও ক্ষেত্রে সুতোর কাজ থাকে বা জরির কাজ করা হয়ে থাকে। এই শাড়ির বর্ডার মূলত ভারী কাজের হয়। যা কমপ্লিমেন্ট করে শাড়ির বা মূল জমিকে।
যেমন সম্প্রতি জাহ্নবী ও শ্রদ্ধা পরেছিলেন ক্রাশড টিস্যু। দেখে মনে হচ্ছিল হালকা রোদ খেলে গেছে গায়ে। উজ্জ্বল কিন্তু চোখ ঝলসানো নয়। শ্রদ্ধা পরেছিলেন একটি মণীশ মলহোত্রার একটি শাড়ি। আইভোরি রং, সঙ্গে হালকা লেস বর্ডার ও ভিতরেও হালকা কাজ।
তবে জাহ্নবীর শাড়িতে ভারী কাজের লেস দেখা যায়। একদম ট্র্যাডিশনাল কাজের পার। পিঁয়াজি রঙের শাড়ি সঙ্গে হালকা জরির আভা। জাহ্নবীও সেজেছিলেন মণীশ মলহোত্রার শাড়িতেই। ভারী কাজের ব্লাউজ সঙ্গে গলায় হালকা পাথরের গয়না। একদম হালকা সাজে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে ধরা দিয়েছিলেন তিনি।
জাহ্নবী, শ্রদ্ধা ছাড়াও এই শাড়িতে অপরূপ সুন্দর লেগেছে বলিউডের অন্যান্য অভিনেত্রীদেরও। তালিকায় রয়েছেন অদিতি রাও হায়দারি, সোনম কাপুর, সোভিতা ধুলিপালারা। জুলাইতে অনন্ত অম্বানির বিয়েতে গোল্ড টিস্যু লেহেঙ্গাতে সেজেছিলেন অদিতি। রিদ্ধি মেহরার শাড়িতে দেখা যায় তাঁকে। নাম দেওয়া হয় স্বর্ণ লেহেঙ্গা। সোভিতাকে দেখা যায় মাসাবা গুপ্তার ক্রাশড টিস্যু শাড়িতে। দীপাবলির পার্টিতে সোনমকেও দেখা যায় জাহ্নবীর মতোই একটি ক্রাশড টিস্যু শাড়িতে।
সবমিলিয়ে ক্রাশড টিস্যু ফ্যাশনে ইন। অরিজিনাল শাড়ির ন্যনূতম দাম হতে পারে ৬০০০-৭০০০ টাকা। তবে, প্রতিটা শাড়ির মতো এই শাড়িরও একাধিক কপি বাজারে পাওয়া যেতে পারে। কলকাতায় নিউ মার্কেট চত্বরে অরিজিন্যাল ও কপি দুইই পাওয়া যাচ্ছে।