শেষ আপডেট: 26th October 2024 20:00
দ্য ওয়াল ব্যুরো: বর্ষা বিদায় নিয়েছে রাজ্য থেকে। কিন্তু নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টি চলছে রাজ্যের প্রায় সর্বত্র। এই পরিস্থিতিতে ভ্যাপসা গরম না থাকলেও গরম রয়েছে। ঘামও হচ্ছে। কালীপুজোয় ঠিক কেমন ওয়েদার থাকবে তা এখনই না জানা গেলেও, বাতাসে আর্দ্রতা কমে যাবে এমন নয়। ফলে কালীপুজোয় পিকচার পারফেক্ট লুকের জন্য চাই ফ্ললেস মেকআপ। আর এই ফ্ললেস মেকআপের জন্যই কালারবার নিয়ে এল ক্রিস্টাল গ্লো হাইব্রিড ফাউন্ডেশন।
বাজারে একাধিক ফাউন্ডেশন পাওয়া যায়। সব ফাউন্ডেশনের ধরন অবশ্যই এক হয় না। কোনওটা ম্যাট লুক দেয়, তো কোনওটা গ্লো করে আবার কোনওটা কভারেজ বেশি দেয়। কিন্তু কালারবারের এই ফাউন্ডেশন একইসঙ্গে বিবি, সিসি ও ডিডি ক্রিমর কাজ করবে। সঙ্গে কভারেজও দেবে ভীষণ ভাল। আর গ্লো তো এর নামেই রয়েছে। ফলে গ্লো নিয়ে প্রশ্নই নেই।
এই ফাউন্ডেশন রাতের জন্য তো পারফেক্ট। দিনেও অনায়াসেই ব্যবহার করা যাবে। এর জন্য আলাদা করে সানস্ক্রিন ব্যবহার করতে হবে না। কারণ এতে রয়েছে এসপিএফ ৩০।
উৎসবের মরশুমে লঞ্চ করেছে তাই দামও সাধ্যের মধ্যে। মাত্র ১৪৯৯ টাকা দিলেই কালারবারের যেকোনও স্টোর থেকে পাওয়া যাবে এটি।
ফাউন্ডেশন লাগালেও বোঝা যাবে না। ক্রিস্টাল গ্লো হাইব্রিড ফাউন্ডেশন ঠিক এমনই। তাই শুধু উৎসবের মরশুমে এটা ব্যবহার করা যাবে এমন নয়, রোজকার অফিস যাতায়াতের সময়ও ব্যবহার করা যেতে পারে।