শেষ আপডেট: 11th January 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: আলমারি ভর্তি জামাকাপড় থাকার পরও কোথাও যাওয়ার আগে অনেক সময়ে মনে হয় কিছুই তো পরার মতো নেই! এমনটা প্রায় সব মহিলার সঙ্গেই হয়। যখন মনে হয়, ‘কিছুই তো নেই’! তখন মায়ের আলমারির দিকে এক ঝলক তাকানোই মেয়েদের অভ্যাস। মায়ের জামা-কাপড় দেখে হঠাৎই মনে হয় যেন এটা আপনাকেই ভাল লাগবে। এখন প্রশ্ন হল, মায়ের সংগ্রহ থেকে কী কী পোশাক নিতে পারেন? সেগুলো কনটেম্পোরারি স্টাইলে কীভাবেই বা পরবেন? রইল টিপস।
শাড়ি
মায়েদের আলমারিতে সাধারণত প্রচুর শাড়ি থাকে। সিল্ক, তসর, খাদি, শিফন—অনেক ধরনের শাড়ি পাওয়া যায়। নিজের পছন্দের রং ও ডিজাইনের শাড়ি খুঁজে পেতে বেশি বেগ পেতে হবে না। তবে, মায়ের ব্লাউজ না নিয়ে নতুন একটি শার্ট বা হাইনেক সোয়েটারের সঙ্গে শাড়িটি পরুন। এতে আপনার লুক একেবারে বদলে যাবে, শীতেও অসুবিধা হবে না আর মায়ের মতো একদম এক লাগবে না।
সালোয়ার-কুর্তা
মা যদি সালোয়ারে স্বচ্ছন্দ হন, তবে তাঁর আলমারিতে নিশ্চয়ই নানা ধরনের কুর্তা থাকবে। আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে সেগুলো পরতে পারেন। সেগুলো দিয়েই নতুন লুক ক্রিয়েট করতে পারেন। কুর্তার সঙ্গে লেগিংস বা সবসময় যা পরেন তা না পরে, মায়ের কুর্তার সঙ্গে পালাজো বা স্কার্ট পরতে পারেন। এছাড়াও, মায়ের সালোয়ার কামিজের সঙ্গে স্কার্ফ ব্যবহার করলে অন্যরকম দেখতে লাগবে।
ব্লেজার, জ্যাকেট
নিজের ব্লেজার বা জ্যাকেট পরতে পরতে যদি একঘেয়েমি চলে আসে, তবে মায়ের জ্যাকেট ট্রাই করতে পারেন। এতে আপনার লুক একদম অন্য রকম লাগবে। ফিটিং জিন্সের সঙ্গে মানাবে ভাল। মায়ের ব্লেজার পরলে আপনার জুতোর সঙ্গে কনট্রাস্ট রেখে সাজতে পারেন।
শাল
শীতকালে সোয়েটার বা পুলওভারের পাশাপাশি মায়ের আলমারিতে থাকা পশমিনা বা যেকোনও শালও ব্যবহার করতে পারেন। এটি এথনিক পোশাকের সঙ্গে দারুণ মানাবে। আবার ওয়েস্টার্ন আউটফিটের সঙ্গেও বেল্ট দিয়ে স্টাইল করতে পারবেন।