শেষ আপডেট: 17th November 2020 10:05
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর পরেই ভাইফোঁটা। বাঙালি ,অবাঙালি মিলেমিশে মেতে ওঠেন ভাইফোঁটা বা ভাইদুজের আনন্দে। ভায়েদের মঙ্গলার্থেই দেশ জুড়ে বোনেরা পালন করে এই উৎসব অনুষ্ঠান। তারকা থেকে সাধারণ মানুষ প্রত্যেকের ঘরেই জমজমাটি অনুষ্ঠান হয় এই ভাইফোঁটাকে কেন্দ্র করে।
বি-টাউনের বিখ্যাত পতৌদি পরিবারও প্রতিবছরের মতো এবছরও সেলিব্রেট করেছে ভাই-দুজের অনুষ্ঠান। সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানকে দেখা গেল একসঙ্গে ভাইফোঁটার অনুষ্ঠানে মেতে উঠতে। স্টাইল স্টেটমেন্টে প্রথম থেকেই সকলের থেকে আলাদা সারা, এবার ইব্রাহিমও নিজের ফ্যাশন সেন্সকে একবারে অন্যভাবে তুলে ধরেছে ফ্যানেদের সামনে।
সারা আর ইব্রাহিম যে রয়্যাল পরিবারের সদস্য, তা তাঁদের সাজেই প্রকাশিত। সারা পরেছেন তাঁর মায়ের পছন্দের ডিজাইনার আবু জনি এবং সন্দীপ খোসলার কালেকশন থেকে বেগুনি রঙের রেশমের গোটা আনারকলি পরেছেন। ভীষণই ফ্যাশনেবল, আনারকলিটির গলার কাছে রয়েছে কী-হোল কাট আর পুরো আনারকলি জুড়ে রয়েছে অ্যাপ্লিক আর এমব্রয়ডারির কাজ। বেগুনি রঙের আনারকলির সঙ্গে ম্যাচিং করে বেগুনি রঙের ওড়নাও সারা নিয়েছেন।
তাঁর সঙ্গে স্টেটমেন্ট দুল, এলো চুল, ন্যুড মেকাআপ, কোহল লাইন চোখ আর পিচ রঙের লিপস্টিকে নজর কেড়েছেন নেটিজেনদের। ভাইবোনের এই জুটির ছবি খুব অল্প শময়েরই মধ্যেই ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে।
একা সারাই শুধু সেজেছেন এমনটা নয়, ভাই দুজের অনুষ্ঠানে নিজের সাজ দিয়ে মাত দিয়েছেন ইব্রাহিমও। আবু আর সন্দীপের মেনসওয়্যার কালেকশন থেকে সাদার ওপর মিন্ট সবুজ রঙের কাজ করা রেশমের কুর্তা আর সাদা পাজামা পরেছেন ইব্রাহিম। তিনিও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন নেটিজেনদের থেকে। ভাইবোনের এই জুটি মন জয় করে নিয়েছে আট থেকে আশি সকলের।