শেষ আপডেট: 12th January 2021 07:21
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারিতেই তাঁরা 'তিন' হবেন... আগের বছর যে টুইট ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। সেই প্রতীক্ষার অবসান ঘটলো গতকাল। বিরুষ্কার ঘর আলো করে এল কন্যা সন্তান। সোমবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিরাট জানালেন তিনি ফুটফুটে এক মেয়ের বাবা হয়েছেন। মা অনুষ্কাও সুস্থ আছেন। খবর যেমন খুশির রেশ ছড়িয়েছে গোটা দেশে, তেমনই বিরুষ্কার মেয়ের মুখ দেখার জন্য মুখিয়ে আছেন গোটা দেশের মানুষ।