নিজস্ব চিত্র
শেষ আপডেট: 11th December 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: চলছে বিয়েবাড়ির মরশুম। আর সামনে ক্রিসমাস ও বর্ষশেষের পার্টি। এই সময় চুল নিয়ে একটা বিরাট সমস্যা তৈরি হয়। শীতে চুল শুষ্ক হয়ে যায়। রূক্ষ ভাব চলে আসে। কারও চুলে আবার কোনও হেয়ার স্টাইলই মানায় না। এমন হলে হাতের কাছে রাখুন দে'জ মেডিক্যালের দে'জ শাইন হেয়ার সিরাম (Dey's SHINE HAIR SERUM)। এই ম্যাজিক সিরামের কয়েক ফোঁটায় দু'মিনিটেই চুল আপনার বশে চলে আসবে। আর দারুণ দারুণ হেয়ার স্টাইলে আপনি হয়ে উঠবেন পার্টি রেডি।
হেয়ার সিরাম কী? এর কাজ কী?
হেয়ার সিরাম একটি সিলিকন-ভিত্তিক তরল পদার্থ, যা চুলে একটা লেয়ার অ্যাড করে এবং দূষণ, ধুলো ময়লা, সূর্যের ইউভি রে বা অতি বেগুনী রশ্মি থেকে চুলকে রক্ষা করে। চুলে জেল্লা আনে ও চুলে জট পড়তে দেয় না।
চটজলদি কী ধরনের হেয়ার স্টাইল করা যায়?
কলকাতার নামী বিউটি এক্সপার্ট শর্মিলা সিং ফ্লোরা জানাচ্ছেন,' বিয়েবাড়ির সাজে বা উইন্টার পার্টিতে যাওয়ার সময় চটজলদি যেটা করা যেতে পারে তা হল চুলের সামনের দিকটা ভালো করে আঁচড়ে একটু পেতে সেট করে নিতে হবে, আর এর জন্য হেয়ার সিরাম কিন্তু মাস্ট। হেয়ার সিরাম না লাগালে সামনের সেটিংয়ে নিটনেস থাকবে না। এই প্রসঙ্গে জানানো দরকার এখন কিন্তু ব্যুফো করে চুলের সামনের দিকটা ফোলানো ট্রেন্ডে নেই। যাই হোক মুখের গঠন অনুযায়ী সামনেটা সেট করে চুলটা বেঁধে নিতে হবে। এখন বাজারে নানা রকম রেডিমেড স্টাইলিশ বান পাওয়া যায়। পছন্দ মতো কিনে লাগিয়ে নিলেই এক নিমেষে চলে আসবে পার্টি লুক।'
তিনি আরও জানান, 'চুল না বেঁধে যদি খোলা রাখতে চান, তাহলে টং করে একটু ওয়েভ বা পুরো চুল আয়রনিং করে সামনে হালকা কার্ল, এখন ট্রেন্ডে। আবারও মনে করিয়ে দিতে চাই, খোলা চুলে স্টাইল করতে চাইলে হেয়ার সিরাম কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। নাহলে চুল এলোমেলো হয়ে থাকবে, প্রপার লুক আসবে না।'
বিউটি এক্সপার্ট আরো বলেন, 'যাঁদের লম্বা চুল তাঁরা হাত খোঁপা করে একটা ফ্লাওয়ার ক্লিপ লাগাতে পারেন। শ্যাম্পু, কন্ডিশনার লাগিয়ে চুল ভাল করে ধুয়ে নিয়ে চুল হাফ ড্রাই করে হেয়ার সিরাম লাগালে যে কোনও হেয়ার স্টাইল সহজে করতে পারবেন।'
এখন কী ধরনের হেয়ার স্টাইল ট্রেন্ডে?
হেয়ার এক্সপার্ট বব বলছেন,' মুখ অনুযায়ী হর্স টেল, ফ্রেঞ্চ রোল বান, হাই হেয়ার পনি, টং, আয়রনিং-কার্লস করে স্টাইলিং করা যেতে পারে পার্টিতে বা বিয়েবাড়িতে। অফিস যেতে বা কলেজে যেতে খোলা চুলে স্টাইল করা যেতে পারে। হাই পনি করা যেতে পারে। এই সব ক্ষেত্রেই সিরামের প্রয়োজনীয়তা রয়েছে। সিরাম ব্যবহার করে তার ওপর স্টাইলিং করলে বেশিক্ষণ সেটা ভাল থাকে।চুলের সেটিং নষ্ট হয় না। '
বব আরো বলেন, 'সব স্টাইলের জন্যই ব্যবহার করতে পারেন দে'জ মেডিক্যালের দে'জ শাইন হেয়ার সিরাম (Dey's SHINE HAIR SERUM)। এর জন্য যেতে হবে না কোনও স্যাঁলো বা হেয়ার এক্সপার্টের কাছে। বাড়ি বসেই স্যাঁলো ফিনিশ চুল পাবেন কয়েক মিনিটে।'
দে'জ মেডিক্যালের হেয়ার সিরাম কেন অন্য কোম্পানির সিরমের থেকে আলাদা?
দে'জ মেডিক্যালের দে'জ শাইন হেয়ার সিরামে এমন কিছু উপাদান রয়েছে, যা তাকে বাকিদের থেকে আলাদা করে। যেমন-
মরক্কান আর্গান অয়েল
এই সিরামে রয়েছে মরক্কান আর্গান অয়েল, যা চুলকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চুলকে বাঁচাতে পারে। এতে থাকা ফ্যাটি অ্যাসিড চুলের রুক্ষতা দূর করে। চুলকে ভাল রাখে ও ঔজ্বল্য ফিরিয়ে আনে।
ভিটামিন ই
দে'জ শাইনের মূল উপকরণের অন্যতম ভিটামিন ই। সকলেই জানেন ভিটামিন ই চুল ভাল রাখে। তেলের সঙ্গে মিশিয়ে এই ভিটামিন অনেকেই চুলে বা মুখে মেখে থাকেন। এই ভিটামিন চুলের রুক্ষতা আটকায় ও চুল মজবুত করে।
আমন্ড অয়েল
এছাড়া এতে রয়েছে আমন্ড অয়েলও। এটি চুলে পুষ্টি জোগায়, চুলের আর্দ্রতা ধরে রাখে এবং চুল মজবুত ও ঝলমলে করে।
তাহলে রুক্ষ জেল্লাহীন চুল নিয়ে টেনশনের দিন শেষ। বাজারে এসে গিয়েছে দে'জ মেডিক্যালের দে'জ শাইন হেয়ার সিরাম (Dey's SHINE HAIR SERUM)। এখন আমাজনেও পাওয়া যাচ্ছে এটি। পেতে পারেন আপনার নিকটবর্তী দোকানেও।