ফাইল চিত্র - ঋতুপর্না সেনগুপ্ত
শেষ আপডেট: 17 April 2024 19:21
এই গরমে কীভাবে নিজেকে প্রেজেন্ট করলে সামার ক্যুইন খেতাব জিতবেন, ডিটেলে বললেন এস্থেটিশিয়ান ও মেকআপ ডিজাইনার গৌরী বোস। লিখেছেন সোমা লাহিড়ী।
রাজ্যের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। হিউমিডিটি এত বেশি যে রাস্তায় বেরলেই গলদঘর্ম অবস্থা। অথচ কাজেকর্মে উত্সবে অনুষ্ঠানে পথে পা বাড়াতেই হবে। আর আমরা সকলেই চাই সবসময় নিজেকে প্রেজেন্টেবল রাখতে। কিন্তু এই গরমে কী করে তা সম্ভব? শাড়ি পোশাক থেকে মেকআপ, হেয়ার স্টাইল থেকে জুয়েলারি সব দিকেই খেয়াল রেখে সাজগোজ করতে হবে।
* শাড়ির থিম হোক সতেজ সবুজ
এসো শ্যামল সুন্দর। সদ্য নতুন বছর এসেছে নতুন প্রাণের বার্তা,নতুন আশার সংবাদ নিয়ে। সবুজ মানেই তো নতুন প্রাণ নতুন জীবনের গান। সবুজ প্রশান্তির প্রতীক। জ্বালা ধরানো গরমে সবুজ যেন শীতল আমেজ এনে দেয়। তাই শাড়ি ,কামিজ ,কুর্তি বা ওয়েস্টার্ন ড্রেস যাই পরুন না কেন তাতে যেন থাকে সবুজের ছোঁয়া।
শাড়ির ক্ষেত্রে জমির রঙ সবুজ হলে আপনাকে ঘিরে থাকবে অদ্ভুত একটা লাবণ্য। সবুজের নানান শেড থেকে বেছে নিতে হবে আপনার পছন্দের শেড। গ্রাস গ্রিন, সি গ্রিন, মস গ্রিন, গ্রেয়িশ গ্রিন, ব্লুয়িশ গ্রিন, ইয়েলোয়িশ গ্রিন, বটল গ্রিন -আরও কত নাম না জানা শেড রয়েছে সবুজের। দিনের সাজের জন্য বাংলার তাঁত, হ্যান্ডলুম, সফট জামদানি, দক্ষিণী তাঁত, মারাঠি কটন, রাজস্থানি কোটা, ভাগলপুরি তসর-কটন, অসমের সেমি সিল্ক পরতে পারেন। সন্ধের সাজের জন্য বেনারসের চান্দেরি, হাল্কা টিস্যু, জমকালো বাংলাদেশি জামদানি, খাদি কটন, মসলিন বাছতে পারেন। এই গরমে ভারী সিল্ক তসর না পরাই ভাল। এখন আরামদায়ক লিনেন-কটন তসর-কটনেও পার্টিতে পরার শাড়ি তৈরি হচ্ছে। গ্রিন বেসে ডিজিটাল ফ্লোরাল প্রিন্টেড শাড়িগুলোও সামার স্পেশাল।
ব্লাউজের ক্ষেত্রে অনেকে শাড়ির সঙ্গে টোন অন টোন বেস কালারের ব্লাউজ পরতে পছন্দ করেন।আবার অনেকে কনট্রাস্ট ম্যাচ ব্লাউজ ভালবাসেন।যাকে যেমন মানায় সে তেমনই পরুন। এখন হরেকরকম ডিজাইনার ব্লাউজ পাওয়া যায়,তার থেকেও মিক্স ম্যাচ করে পরতে পারেন।
* কুর্তি কামিজ টপ গাউনেও সবুজের ছোঁয়া
শাড়ি যে কোনও বাঙালি মেয়েকেই মানিয়ে যায়। কিন্তু পোশাকের ক্ষেত্রে যাকে যেটা মানায় তার সেটাই পরা উচিত। যেমন ধরুন গাউন সব ফিগারে মানায় না। আজকাল কুর্তির সঙ্গে শর্ট লেন্থের প্যান্ট পরছেন অনেকে, সত্যি বলতে কী এটা দেখতে ভাল লাগে না। বরং কটন প্রিন্টেড প্যালাজোর সঙ্গে হালকা গ্রিন টপ বা মিড্ লেন্থের ফ্লোরাল প্রিন্টেড স্কার্টের সঙ্গে গ্রিন ক্রপ টপ পরলে ভাল দেখায়। আমার মনে হয় সালোয়ার কামিজ পরলে দোপাট্টা সমেত ট্র্যাডিশনাল গেট আপ মেন্টেন করা উচিত। এক্ষেত্রেও সবুজের কোনও শেড পরুন। ক্যাজুয়াল কুর্তি আর টপ গ্রিন শেডের হলে খুব স্নিগ্ধ দেখাবে। খাদিতে এই রকম কটন কুর্তি ও টপের খুব ভাল স্টক রয়েছে।
* জুয়েলারি হেভি নয়
সামার মানেই সাজে জাঁকজমক নয়। তবে শাড়ির সঙ্গে গয়না একটু পরতেই হয়। এখন অনেক রকম রঙের হাল্কা বিডসের হার পাওয়া যায়। শাড়ির সঙ্গে রঙ মিলিয়ে পরতে পারেন। কানে ছোট্ট একটা টপ পরলেই সাজ কমপ্লিট। যাঁরা কানে ঝুমকো বা ঝোলানো দুল পরতে ভালবাসেন তাঁরা পরতেই পারেন, তবে এক্ষেত্রে গলায় কিছু না পরাই ভাল। পরলে সরু একটা চেনই যথেষ্ট। গরমে ইকো ফ্রেন্ডলি জুয়েলারি পরলে দেখতে ভাল লাগে। ক্লে জুয়েলারি, কাঠের গয়না, জুট জুয়েলারির প্রচুর সম্ভার পাবেন কলকাতার উত্তর থেকে দক্ষিণ, এমনকী শহরতলির বাজারেও। উৎসব অনুষ্ঠানে সন্ধের সাজে দু'হাতে কাচের চুড়ি পরতে পারেন শাড়ির সঙ্গে ম্যাচ মিক্স করে। ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে স্লিক রিস্ট চেন, ইয়ার টপ, ছোট্ট পেন্ডেন্ট পরলে ভাল লাগবে।
* হেয়ার স্টাইল হবে মুখের গঠন অনুযায়ী
গরমকাল মানেই সব চুল টেনে তুলে টপ নট বা পনি টেল করতে হবে এটা ঠিক নয়। কারণ সবাইকে চুল টেনে বাঁধলে ভাল দেখায় না। কাউকে ঘাড়ের কাছে হাত খোঁপা করলে ভাল দেখায়, কাউকে খোলা চুলে ক্লাচ ক্লিপ লাগালে ভাল লাগে। তবে এই গরমে রোদে বেরলে চুল খোল না রাখাই ভাল। গরমে কোনও অনুষ্ঠানে গেলে কিন্তু হেয়ার স্টাইলে ফুল মাস্ট। হাত খোঁপায় বেল বা জুঁই ফুলের মালা জড়িয়ে নিলে সাজে অদ্ভুত একটা মাধুর্য আসে। তবে ট্র্যাডিশনাল শাড়ি ছাড়া এটা মানায় না। কেউ যদি গরমে স্লিভলেস ব্লাউজের সঙ্গে একটা শিফন শাড়ি পরেন তাঁকে কিন্তু একটু অন্যরকম হেয়ার স্টাইল করতে হবে। কালারফুল জারবেরা বা গ্ল্যাডিওলি লাগালে লুকটাই বদলে যাবে।ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে ফুল ক্যারি করতে পারেন খুব কম জন। তাই ভেবেচিন্তে ফুল লাগাবেন।
* ট্রেন্ডে নো মেকআপ লুক
শুধু নো মেকআপ লুক নয়, একেবারে মিনিমাল মেকআপ ট্রেন্ডে। এখন যে পরিমান হিউমিড ওয়েদার তাতে বেস মেকআপে ফাউন্ডেশন ব্যবহার না করাই ভাল। দিনে বেরলে সানস্ক্রিন লোশনের ওপর কমপ্যাক্ট পাউডার লাগান। রাতে খুব হাল্কা বেস করতে পারেন। তবে এমন কিছু করবেন না যাতে ঘামে মেকআপ গলে গলে পড়ে। চোখের মেকআপ ব্রাইট হলে সকলকেই ভাল দেখায়। এক্ষেত্রেও ওয়াটারপ্রুফ আই মেকআপ ব্যবহার করবেন। লিপস্টিক পিচ, পিঙ্ক, রাস্ট, ব্রাউন যাকে যেমন শেড মানায় সে সেটাই লাগাবেন। বেরনোর সময় ব্যাগে রাখবেন ওয়েট টিস্যু, সানস্ক্রিন লোশন ও লিপস্টিক। আর হ্যাঁ, ব্যাগে ছোট্ট একটা পারফিউম রাখতে ভুলবেন না।
সামার মেকআপের জন্য যোগাযোগ করতে পারেন শ্যামবাজারের শাকম্ভরী বডি আন্ড বিউটি ক্লিনিকে। ফোন: ৭০০৩৮৯৩৮৮৩