
দ্য ওয়াল ব্যুরো: ইদ উপলক্ষে এলাহি রাজকীয় খানাপিনার আয়োজন করেছে রাজারহাটের দ্য ওয়েস্টিন কলকাতা।
এই অল ডে ডাইনিং রেস্তরাঁয় সিজিনাল টেস্টসে স্পেশাল ব্রাঞ্চ মেনু মিলবে আজ সারাদিন। এই মেনু এঁদের নিজস্ব শেফ কিউরেট করেছেন। এদিনের স্পেশাল ডিশ চিকেন দম বিরিয়ানি, চাট লাইভ, ক্রিস্পি পিটটা, মটন রোগান জোশ, পনির টিক্কা, কাবাবস অ্যান্ড গ্রিল লাইভ, মোগলাইস মেন্স, হালিম অ্যান্ড সির্মল লাইভ।
এ ছাড়াও রয়েছে লাইভ ডেজার্ট সেকশন। এছাড়াও রয়েছে জিভে জল আনা মোহনীয় কনফেকশনারী।

খরচ পড়বে ১৮৯৯ টাকা+কর।
যোগাযোগ: +৯১ ৯০৭৩৩২৩২৯০
প্রতিবছর রেড রোডে ইদের নামাজ পড়তে আসেন দুর্গাপুরের উদয়ন মাস্টার! এবার রজত জয়ন্তী