
গৌরী বোস
(এস্থেটিশিয়ান ও মেকআপ ডিজাইনার)
পুজো আসছে। নিশ্চয়ই ভাবছেন কোন শাড়ি বা কোন ড্রেসের সঙ্গে কেমন সাজবেন। বিশেষ করে হেয়ার স্টাইলের ওপর কিন্তু আপনার লুক কেমন হবে তা অনেকটাই নির্ভর করে। তাই আজ একটা পুজো স্পেশাল হেয়ার স্টাইল (Hair Style) রইল আপনাদের জন্য। চারটি স্টেপ মন দিয়ে দেখলে নিজেই করতে পারবেন।
স্টেপ ১
★ প্রথমেই সামনে থেকে একগোছা চুল বের করে নিন।
★ সেটা কাটাই হোক বা পুরো লম্বাই হোক।

★ মাথার বাকি চুল সামনে পেছন একসঙ্গে ভাল করে আঁচড়ে নিন। এরপর ক্রাউন পার্টে অর্থাৎ উঁচু করে মাথার উপর দিকে হাত খোঁপা বাঁধার মত করে বেঁধে ভালভাবে ক্লিপ বা কাঁটা দিয়ে আটকে নিন। এইভাবে কাঁটা দিয়ে খোপাটা সিকিওরড করা হল।
★ যদি ছোট চুল হয় বা চুলের গোছ কম থাকে, তাহলে পুরো চুলটাকে ওইভাবে উঁচু করে ক্যাচার দেওয়া যেতে পারে।

স্টেপ ২
★ সামনে রাখা চুলটা যে যেমন স্টাইল করতে চান করতে পারে। পুরো উল্টে দিতে পারেন বা কপাল থেকে কানের দিকে একটু পেতে খোঁপার সঙ্গে মিলিয়ে দিতে পারেন।
★ কপালের ওপর দিয়ে ওয়েভও করতে পারেন।
★ যাই করুন চুলের গোছাটা এনে খোঁপার সঙ্গে মিলিয়ে দিতে হবে।
স্টেপ ৩
★ ড্রেসের কালারের সঙ্গে ম্যাচিং করে বা কনট্রাস্টে (ভাল লাগে) ফুল লাগাতে পারে।
★ কানের পেছনে দিক থেকে একটু ঘাড়ের কাছে নামিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন ফুল। তাহলেই আপনার খোঁপা সম্পূর্ণ হবে।

★ মালা লাগাতে চাইলে তাও পারেন। তবে যদি খোঁপায় ফুল লাগাতে না চান তাহলে লাগাবেন না।
ফাইনাল লুক
পুজো স্পেশাল এই হেয়ার স্টাইল নিজেই করে ফেলতে পারবেন। শুধু স্টাইলিং করার আগে কয়েকটা কথা খেয়াল রাখতে হবে।

★ চুল খুব ভাল করে শ্যাম্পু দিয়ে পরিস্কার করতে হবে। দু’বার তো বটেই দরকার হলে তিনবার শ্যাম্পু দিয়ে চুল ধুতে হবে।
★ শ্যাম্পু করার পর কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করতে হবে। এতে চুলে সিল্কি ভাব আসবে।
★ টুথ কোম্ব (খুব মোটা দাঁড়ার চিরুনি) দিয়ে চুল আঁচড়ে ওপরে তুলতে হবে। না হলে চুল ছিঁড়ে যাবে।
★ ফুল এমনভাবে লাগাবেন যাতে মাঝপথে খুলে না পড়ে।
যোগাযোগ: শাকম্ভরী বডি আন্ড বিউটি ক্লিনিক ,ফোন: 7003893883