Latest News

দিনে রাতে, কখন কেমন হবে পুজোর মেকআপ?

গৌরী বোস
এস্থেটিশিয়ান ও মেক আপ ডিজাইনার

Image - দিনে রাতে, কখন কেমন হবে পুজোর মেকআপ?

পুজোর ক’দিন নতুন জামাকাপড়,জুতোর পাশাপাশি মেকআপ নিয়েও প্ল্যানিং চলতে থাকে। পুজোর দিনগুলোতে তো শুধু এসি ঘরে বসে আড্ডা দিতে মন চায় না। গরমে ঘামতে ঘামতে প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা ,অঞ্জলি দেওয়া , রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া -সবই থাকে লিস্টে। কখন কেমন মেকআপ (Puja MakeUp) করলে দেখতেও ভাল লাগবে অথচ গলদঘর্ম হতে হবে না তা বুঝিয়ে দিই আপনাদের।

এক কথায় প্যান্ডেল হপিং করার প্ল্যান থাকলে স্কিন ভাল করে পরিষ্কার করে নিতে হবে। তারপর অ্যান্টি পাসপ্যারেন্ট, অ্যাস্ট্রিইংজেন্ট, আইস কমপ্রেস যার যেমন প্রয়োজন লাগিয়ে নিতে হবে। যদি দিনের বেলা ঘোরার প্ল্যান থাকে তাহলে এসপিএফ মাস্ট, তার ওপর হালকা কম্প্যাক্ট যথেষ্ট।

সন্ধের পর নন গ্রিজি ময়েশ্চারাইজার বা খুব লাইট ডে-ক্রিম লাগাবে ভাল (Puja MakeUp), তার ওপর কম্প্যাক্ট লাগিয়ে নিতে হবে।

বেস মেককাপ করলে কিছুক্ষণ পরেই ঘামে ছোপ ছোপ হতে শুরু করে। অসম্ভব দৃষ্টিকটু লাগে দেখতে। বলাই বাহুল্য ব্যাগে কম্প্যাক্ট রাখলে প্রয়োজনে শুধুমাত্র পাফটা লাগিয়ে দিলে তেল ঘাম সব চলে গিয়ে পরিষ্কার লাগবে।

Image - দিনে রাতে, কখন কেমন হবে পুজোর মেকআপ?

ওয়াটারপ্রুফ আই মেকআপ, লং স্টে নন ট্রান্সফার লিপস্টিক ব্যবহার করলে তার জন্য উপযুক্ত রিমুভার প্রয়োজন (Puja MakeUp)।

সাধারণ লিপস্টিক ব্যবহার করলে মাঝেমধ্যে টাচ আপ দরকার। বিশেষ করে খাবার খাওয়ার পর।

যাঁরা একেবারেই বেস মেকআপ বলতে মিনিমাম পাউডারটুকুও ব্যবহার করেন না, তাঁরা মাঝেমধ্যে ওয়েট ওয়াইপস দিয়ে মুখ মুছলে খুব ফ্রেশ লাগবে।

Image - দিনে রাতে, কখন কেমন হবে পুজোর মেকআপ?

চড়া পারফিউম ব্যবহার না করাই ভাল।

নতুন জুতো পড়লে ব্যাগে ব্যান্ডেড রাখতেই হবে। কারণ ফোস্কা পড়তেই পারে।

যোগাযোগ: শাকম্ভরী বডি আন্ড বিউটি ক্লিনিক ,ফোন: 7003893883

You might also like