Latest News

দেওয়ালিতে এবারের বাড়তি আকর্ষণ প্রেশিয়াস স্টোনের সঙ্গে গোল্ড জুয়েলারি

দ্য ওয়াল ব্যুরো: দেওয়ালিতে এ বছরে কল্যাণ জুয়েলার্স নিয়ে এল ‘ভেদা’ কালেকশন। এই কালেকশন হ্যান্ডক্রাফটেড। যার মধ্যে হেরিটেজ লুক রয়েছে। গোল্ড জুয়েলারির সঙ্গে সেমি প্রেশিয়াস ও প্রেশিয়াস স্টোনের রয়েছে অপূর্ব মেলবন্ধন, যা হতে পারে যে কোনও মহিলার স্টাইল স্টেটমেন্ট।এই কালেকশনে একশোর বেশি নজরকাড়া ডিজাইন রয়েছে। রুবি, এমারেল্ড, স্যাফেয়ার, আনকাট ডায়মন্ড ও সোনার সংমিশ্রণে তৈরি গলার হার, নেকলেস, ব্যাঙ্গেল, ইয়ার রিং, রিং এককথায় অনবদ্য।নতুন এই ‘ভেদা’ কালেকশন সম্পর্কে কল্যাণ জুয়েলার্সের এক্সিকিউটিভ ডিরেক্টর রমেশ কল্যাণারামন জানালেন, “এই কালেকশনটি এক কথায় ইউনিক। অভূতপূর্ব ক্রাফটসম্যানশিপ এই কালেকশনের বাড়তি আকর্ষণ।”দেওয়ালি উপলক্ষ্যে এই জুয়েলারি সংস্থায় সোনার জুয়েলারিতে মেকিং চার্জের ওপর ২৫% ক্যাশব্যাক মিলবে। এঁদের এখানে সোনার জুয়েলারিতে কমপক্ষে মেকিং চার্জ ১৯৯ টাকা। ডায়মন্ড জুয়েলারিতে ২৫% ক্যাশব্যাক, প্রেশিয়াস স্টোন বা আনকাট জুয়েলারিতে ২০% ক্যাশব্যাক মিলবে। ভারতবর্ষ ছাড়াও বিশ্বের প্রতিটি আউটলেটে এই অফার ৩০ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য। এছাড়াও এদের চিরাচরিত ব্রাইডাল জুয়েলারি ‘মুহরত’ ছাড়াও মুদ্রা, নিমাহ, তেজস্বী, রং ইত্যাদি কালেকশনগুলো এখনও অব্যাহত রয়েছে। যাঁরা এই উৎসবের মরশুমে এক্সক্লুসিভ গোল্ড কালেকশনের সন্ধানে রয়েছেন, এঁদের’ ভেদা’ কালেকশন একবার পরখ করে দেখতে পারেন।

You might also like