Latest News

Didi No. 1: দিদির সঙ্গে রঙের খেলায় সেলেব জুটিরা

দ্য ওয়াল ব্যুরো: একদিন নয়,পরপর তিন দিন রঙের উৎসবে মাতবেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। নতুন সিজনে বদলে যাওয়া ফরম্যাটে দিদি নম্বর ওয়ান (Didi No. 1) এখন দর্শকদের আরও বেশি আকৃষ্ট করছে।

Image - Didi No. 1: দিদির সঙ্গে রঙের খেলায় সেলেব জুটিরা

সামনের শুক্র-শনি-রবি তিন দিন এই শো’য়ে আসবেন টলি টেলি দুনিয়ার সেলেব জুটিরা।

আবির ,ফাগ ,পিচকিরি, বেলুন কোনও কিছুর কমতি থাকবে না দিদির দরবারে।

Image - Didi No. 1: দিদির সঙ্গে রঙের খেলায় সেলেব জুটিরা

শুধু অভিনেতা অভিনেত্রীই নয়, নামী ফুটবলার থেকে দামি সঙ্গীতশিল্পী, পরিচালক থেকে সুরকার সব্বাই থাকবেন জুটি বেঁধে।

Image - Didi No. 1: দিদির সঙ্গে রঙের খেলায় সেলেব জুটিরা

সোনালি চৌধুরি-রজত ঘোষ দস্তিদার , নবনীতা দাস-জিতু কমল , সৌরভ সাহা-সুস্মিতা সাহা মুখোপাধ্যায়, শ্রুতি দাস -স্বর্ণেন্দু সমাদ্দার, ইমন চক্রবর্তী -নীলাঞ্জন ঘোষ, মৌসুমি ভট্টচার্য-দীপাঞ্জন ভট্টাচার্য, মধুবনি গোস্বামী-রাজা গোস্বামী এবং আরও অনেকে।

Image - Didi No. 1: দিদির সঙ্গে রঙের খেলায় সেলেব জুটিরা

১৮ মার্চ থেকে ২০ মার্চ ‘দিদি নম্বর ওয়ান’-এ (Didi No. 1) থাকছে প্রচুর আনন্দের আয়োজন।

Image - Didi No. 1: দিদির সঙ্গে রঙের খেলায় সেলেব জুটিরা

খেলার পাশাপাশি থাকবে নাচাগানা ,গল্প আড্ডা আর পিচকিরি বাগিয়ে রঙ খেলা। প্রত্যেকের জীবনের মজাদার গল্পে মজবেন দর্শক। ঘরে বসেই রঙিন হবে দিন।

You might also like