Latest News

Lehenga: ডিজাইনার লেহেঙ্গায় কালারফুল পকেটস!!

দ্য ওয়াল ব্যুরো: ডিজাইনার ইরানি মিত্র মানেই নতুনত্ব। শাড়ি হোক বা স্কার্ট টপ, কামিজ হোক বা লংড্রেস, এমনকি লেহেঙ্গা (Lehenga) নিয়েও এক্সপেরিমেন্ট করেন ইরানি। বহু সেলিব্রিটি তাঁর তৈরি এইসব এক্সপেরিমেন্টাল শাড়ি ও ড্রেস পরতে পছন্দ করেন।

অভিনেত্রী ইন্দ্রণী হালদার ইরানির ডিজাইনার লেহেঙ্গা (Lehenga) নিয়ে উচ্ছ্বসিত। বললেন,’ ইরানি সব সময় নতুন কিছু ভাবে। নেট আর বেনারসির কম্বিনেশনে তৈরি লেহেঙ্গার ওপর নানা ধরনের ফ্যাব্রিকের টুকরো কেটে জুড়ে পকেট তৈরি করেছে। খুব ইউনিক কনসেপ্ট। রঙগুলো খুব ব্রাইট। যেন এক রাশ বসন্ত হাজির।’

Image - Lehenga: ডিজাইনার লেহেঙ্গায় কালারফুল পকেটস!!


ইরানি বললেন, ‘কয়েক বছর আগে ব্ল্যাক কটন সিল্ক ফ্যাব্রিকে নানান ডিজাইনের কাপড়ের টুকরোকে ফ্রিলের মতো বসিয়ে একটা লেহেঙ্গা (Lehenga) তৈরি করেছিলাম। ওটা টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্তের খুব পছন্দ হয়েছিল। একটা বিশেষ অনুষ্ঠানে ঋতুপর্ণা এই লেহেঙ্গা পরে গিয়েছিলেন। এবার ফ্রিল না করে চৌকো চৌকো করে কাপড়ের টুকরো কেটে পকেটের মতো করে বসিয়েছি। বেশ অন্যরকম দেখতে লাগছে। রঙ খুব উজ্জ্বল ব্যবহার করেছি কারণ সময়টা বসন্ত। বেনারসির সঙ্গে নেটের মিক্স ম্যাচ করেছি। তাই প্রচুর ঘের আর লেন্থ হলেও লেহেঙ্গাটা তুলনামূলকভাবে হালকা হয়েছে ওজনে।’

নানা ধরনের নেট ফ্যব্রিক এবার স্প্রিং-সামারে চাহিদার শীর্ষে। তাই ব্রাইডাল লেহেঙ্গার জন্যও অনেকে নেট বেছে নিচ্ছেন বিয়েতে হলদি, মেহেন্দি,সঙ্গীতের অনুষ্ঠানের জন্য নেটের লেহেঙ্গা পরতে চাইছেন কনেরা, কনের বোন বা বন্ধুরাও। কারণ গরমে আরামদায়ক অথচ গর্জাস। তবে লেহেঙ্গায় রঙবাহারি পকেটের শোভা চাইলে পৌঁছতে হবে আনোয়ার শাহ রোডে ডিজাইনার ইরানির ডেরায়।

You might also like