Latest News

Chowman: চাওম্যান রেস্তরাঁয় চালু হল ‘বেলাশুরু’ মেনু! কী কী পড়বে পাতে, জেনে নিন

দ্য ওয়াল ব্যুরো: পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘বেলাশুরু’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। আর ঠিক সেই কারণেই সম্প্রতি চাওম্যান রেস্তরাঁয় (Chowman) ‘স্পেশাল কিউরেটড নিউট্রিশিয়াস’ মিল চালু হল বিশেষ করে বয়স্কদের কথা ভেবে।

এই মেনুতে ভেজ আইটেমের মধ্যে রয়েছে স্যুপ, স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট। উল্লেখযোগ্য পদ ভেজ লেমন কোরিয়েনডার স্যুপ, সঁতে অ্যাসরটেড ভেজিটেবলস, রাইস উইথ এশিয়ান গ্রিনস, ভেজ ওক টোস্টেড হাক্কা নুডুলস, এক্সটিক ভেজ ইন চিলি সস, সুইট এন্ড সাওয়ার ভেজ, লিচি উইথ আইসক্রিম।

Image - Chowman: চাওম্যান রেস্তরাঁয় চালু হল 'বেলাশুরু' মেনু! কী কী পড়বে পাতে, জেনে নিন

খরচ ৭৫০ টাকা+কর। ইচ্ছে করলে দুজন খেতে পারেন।

অন্যদিকে আবার লোভনীয় ননভেজ পদের মধ্যে থাকছে সুইট কর্ন চিকেন স্যুপ, স্টিমড চিকেন উইথ এক্সটিক ভেজ, মিক্সড ওক টোস্টেড হাক্কা নুডুলস, চিকেন মুন প্যান ফ্রায়েড রাইস, স্টিমড ফিশ উইথ চাইনিজ গ্রিনস, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, লিচি উইথ আইসক্রিম।

খরচ ৮৫০ টাকা+কর। এই মিল দুজনে খাওয়া যেতে পারে।

উল্লেখিত মেনু রেস্তরাঁর (Chowman) সব আউটলেটে পাওয়া যাবে আগামী এক মাস পর্যন্ত। এদিন বেলাশুরু স্পেশাল মেনু লঞ্চে উপস্থিত ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং রেস্তরাঁর ম্যানেজিং ডিরেক্টর দেবাদিত্য চৌধুরী।

সাধারণ রান্নাই স্বাদে গুণে মান রাখবে রাঁধুনির

You might also like