১ হাজার ৪৯৯ টাকার এই প্ল্যান শুধু গ্রাহকদের টাকাই বাঁচাবে না, সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকেও (BSNL to Support Indian Army) দেবে বিশেষ সমর্থন।
গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 21 June 2025 17:39
দ্য ওয়াল ব্যুরো: দেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) তাদের গ্রাহকদের জন্য এক অনন্য রিচার্জ প্ল্যান (New Recharge Plan) এনেছে। ১ হাজার ৪৯৯ টাকার এই প্ল্যান শুধু গ্রাহকদের টাকাই বাঁচাবে না, সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীকেও (BSNL to Support Indian Army) দেবে বিশেষ সমর্থন।
বিএসএনএল (BSNL) জানিয়েছে, এই প্ল্যানে বিশেষ ৫ শতাংশ বেনিফিট দেওয়া হবে। এর মধ্যে ২.৫ শতাংশ সেনাবাহিনীর জন্য আর বাকি ২.৫ শতাংশ ক্যাশব্যাক হিসেবে গ্রাহকদের ফেরত দেওয়া হবে।
Recharge with the BSNL ₹1499 Plan – Unlimited calls, 24GB data, with 336 days of validity.
On every recharge, BSNL will contribute 5%. -
2.5% discount to Subscriber and 2.5% contribution to Defence Department in honor of Operation Sindoor.
Offer valid till 30th June 2025.… pic.twitter.com/cW4t1eb0Ag— BSNL India (@BSNLCorporate) June 7, 2025
প্ল্যানের সুবিধাগুলি কী?
এই প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন। প্ল্যানে গ্রাহকরা পাবেন:
বিএসএনএল-এর এই প্ল্যানের সঙ্গে তুলনা করলে, অন্যান্য সংস্থার প্ল্যান অনেক বেশি দামি:
জিও: ১,৭৪৮ টাকার ৩৩৬ দিনের প্ল্যান, কিন্তু এতে নেই কোনও ইন্টারনেট বা আনলিমিটেড এসএমএস।
ভোডাফোন আইডিয়া: ১,৯৯৯ টাকার ৩৬৫ দিনের প্ল্যান, যেখানে ২৪ জিবি ডেটা থাকলেও এসএমএস সীমিত।
এয়ারটেল: এই দামের মধ্যে ৩৬৫ দিনের কোনও প্ল্যান নেই।
এই নতুন উদ্যোগের মাধ্যমে বিএসএনএল (BSNL) শুধু তাদের গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করছে না, ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছে।
এই প্ল্যান গ্রাহকদের জন্য যেমন সাশ্রয়ী, তেমনই দেশের প্রতি দায়িত্ব পালনের এক উদ্যোগ। বিএসএনএল-এর এই পদক্ষেপ প্রশংসনীয় বলেই মনে করছে টেলিকম বিশেষজ্ঞরা।