
দ্য ওয়াল ব্যুরো: ভোজন রসিকদের কাছে সিজলার অতি আকর্ষণীয় উপদেয় একটি পদ। ধোঁয়া ওঠা এই খাবার সামনে এলেই যে বাড়তি আকর্ষণ সৃষ্টি করে শুধু তা নয়, রসনাকেও তৃপ্ত করে । দেশে বিদেশেও এই খাবার অত্যন্ত জনপ্রিয়। সিজলার ভেজ (sizzler food) ও ননভেজ দু’রকমের পাওয়া যায়। সবজি ছাড়াও চিকেন, মটন, লাম্ব, পর্ক , প্রণ ইত্যাদি দিয়ে তৈরি সিজলার অতি মোহনীয় একটি পদ। কলকাতায় বিভিন্ন রেস্তোরাঁয় এই সিজলারের এখন ব্যাপক চাহিদা। কলকাতার কোন কোন রেস্তোরাঁয় সিজলার পাওয়া যাবে চলুন তা দেখে নেওয়া যাক। খবরের প্রতিবেদনে চৈতালি দত্ত।
হোয়াটস অ্যাপ ক্যাফে
এখানে পাওয়া যাবে ভিন্ন স্বাদের চিকেন সিজলার।
খরচ ৫২৫ টাকা +কর।

ঠিকানা: ১২২এ , সাদার্ণ অ্যাভিনিউ ( নজরুল মঞ্চের বিপরীতে), সিক্স ফ্লোর, কল -২৯।
যোগাযোগ: ৮০১৩৩৩৩১৮৯।
ক্যাফে ইয়োনডার
জার্ক চিকেন সিজলার (sizzler food) এখানে পাওয়া যায়।
খরচ ৪৩০ টাকা + কর সমেত।
ঠিকানা: পি,৩৯২ এ,পূর্ণ দাস রোড,গোলপার্ক, হিন্দুস্তান পার্ক কেয়াতলা,কল ২৯।


যোগাযোগ ৯৮৩১৬৫৭৩০০।
ক্রিস্টাল চপস্টিক
এখানে নানা স্বাদের লোভনীয় সিজলার পাওয়া যায়। পর্ক, চিকেন,লাম্ব, ফিশ,প্রণ সিজলার রয়েছে ।
খরচ : পর্ক সিজলার ৫৭০ টাকা
প্রণ সিজলার ৬৮০ টাকা
চিকেন সিজলার ৪৬০ টাকা
ভেজিটেবল সিজলার ৪৩০ টাকা
লাম্ব সিজলার ৫৭০ টাকা
ফিশ সিজলার ৪৬০ টাকা
উল্লিখিত দামের সঙ্গে +৫% কর যুক্ত হবে।

ঠিকানা :৭১ এইচ হিন্দুস্তান পার্ক কলকাতা ২৯, বাসন্তী দেবী কলেজ এর কাছে গড়িয়া হাট।
যোগাযোগ: ০৩৩ ২৪৬৪৩৪৪৯।
সেরিনিটি ক্যাফে দ্য বিষ্ট্র
এখানে সিজলারের প্রচুর ভ্যারাইটি। ইংলিশ সিজলার, ইন্ডিয়ান সিজলার ,ইটালিয়ান সিজলার, মেক্সিকান সিজলার ইত্যাদি যা নানা স্বাদে মিলবে।



ভেজ,চিকেন, মটনের সিজলার মূলত পাওয়া যায়।
খরচ ৪৫০ টাকা+৫% জিএসটি থেকে দাম শুরু।
যোগাযোগ: ৮৪৭৯০০৬৮৩৯।
চ্যাপ্টার ২
এখানে ভেজ ও ননভেজ দু’রকমের সিজলার রয়েছে। ভেজিটেবল ছাড়াও চিকেন, সি ফুড, বিফ সিজলার মিলবে। প্রতিটি ক্ষেত্রে প্রচুর ভ্যারাইটি রয়েছে।


খরচ পড়বে কর সমেত ৪৫০ – ৬০০ টাকা।
ঠিকানা পি ৩৭৭, কেয়াতলা রোড, গোলপার্ক, হেমন্ত মুখোপাধ্যায় সরণী, হিন্দুস্তান পার্ক, কেয়াতলা ,কল ২৯।
যোগাযোগ ৭০০৩৪৫৩৭১৭।
জমাটি উইন্টার মেনু, কী খাবেন? ডাক ফেস্টিভালে হাঁসের মাংস নাকি জাপানি রমেন নুডুলস স্যুপ?