
দ্য ওয়াল ব্যুরো: গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে রাজারহাট নিউটাউনের সিটি সেন্টারে ট্রাফিক গ্যাস্ট্রোপাবসে ১৫মে থেকে শুরু হবে ‘বিয়ার এবং বার্গার ফেস্টিভ্যাল’ (Beer and Burger)। এই ফেস্ট চলবে ৩০ মে পর্যন্ত।

কী কী মিলবে এই ফেস্টে? পাওয়া যাবে জিভে জল আনা ভিন্ন স্বাদের ৬ রকমের ভেজ ও ননভেজ বার্গার। চিকেন, পর্ক, প্রন, মটনপ্রেমীদের জন্য রয়েছে ননভেজ বার্গার, যা স্বাদে অতুলনীয়। সঙ্গতে শীতল বিয়ার ককটেলও হাজির (Beer and Burger)। আর এই ফেস্টকে আরও উপভোগ্য করে তুলতে সুরের ঝংকারের পাশাপাশি থাকছে আরও আকর্ষণীয় অনেক কিছু।

খরচ পড়বে কমপক্ষে ১৫০০ টাকা (২ জন)।
জোড়াসাঁকোর রান্নার বিশেষ সেলিব্রেশন শহরে! কোথায় মিলবে পোস্তর বড়া, টার্কিশ কাবাব, পাঁঠার বাংলা