সংগৃহীত ছবি
শেষ আপডেট: 14th February 2025 16:40
দ্য ওয়াল ব্যুরো: ভ্যালেন্টাইনস ডে-তে নিজেকে সবচেয়ে সুন্দর দেখাতে মেয়েদের বহু পরিকল্পনা থাকে। কেমন হবে সাজ, কী পরবেন সেসব আগে থেকে ভাবা থাকে। রেডি থাকে পোশাকও। এই বিশেষ দিনে সঙ্গী যদি এমন দুর্দান্ত সাজগোজ করেন, তাহলে ছেলেদেরও তো পাল্লা দিয়ে একটু অন্যরকম লুক তৈরি করতে হয়। এক্ষেত্রে কোন পোশাক পরবেন? কীভাবে ম্যাচ করবেন, রইল টিপস (Tips for men)।
জ্যাকেট
যেহেতু আজ হালকা ঠান্ডা রয়েছে, হাওয়াও দিচ্ছে, তাই শীতের পোশাক সঙ্গে থাকা মাস্ট। আর শীতের পোশাকের সঙ্গেই স্টাইলিং করে পোশাক বেছে নিতে হবে। এক্ষেত্রে ফ্যাশানেবল কোনও জ্যাকেট পরা যেতে পারে যেকোনও বটমের সঙ্গে। অবশ্যই বটম যেন মানানসই হয়। হতে পারে, সিনেমার দৃশ্যের মতো আপনিও শীতে কাঁপতে থাকা প্রেমিকাকে জ্যাকেট পরিয়ে দিলেন।
স্লিম ফিটের সঙ্গে ডেনিম শার্ট
ডেনিম শার্ট প্রায় সবার কাছে থাকে কম-বেশি। তাই বেশি কিছু না ভেবে একদম ক্যাসুয়াল একটা স্লিম ফিট ট্রাউজার সঙ্গে ডেনিম শার্ট পরে নিতে পারেন। টিশার্টের সঙ্গে ডেনিম শার্টে খুলেও পরতে পারেন।
স্প্ল্যাশ কালারের সঙ্গে ক্যাসুয়াল
কমফর্টেবল পোশাক পরলে তা সবসময় দেখতে ভাল লাগে। পোশাক যেন অস্বস্তির কারণ না হয়। এক্ষেত্রে ক্যাসুয়াল পরা যেতে পারে। একটু ফাঙ্কি ও অন্যরকম লুক দেওয়ার জন্য ক্যাসুয়াল ট্রাউজারের সঙ্গে স্প্ল্যাশ কালারের টিশার্ট বা লুজ শার্ট পরা যেতে পারে। বা ক্যাসুয়ালই একটু অন্য ধরনের রঙের পরা যেতে পারে।
ব্লেজার
মাচো লুকের জন্য ব্লেজার পারফেক্ট। ফরম্যাল অ্যাপিয়ারেন্সের জন্য ব্লেজার পরা যেতে পারে। আপনি যদি ভাবেন সঙ্গী দুর্দান্ত সেজে আসবে, গাউন পরবে তাহলে সঙ্গে ব্লেজারে আপনাকে বেশ মানাবে।
লুস শার্ট
অফিস যেতে হয়েছে, ফরমাল পরতেই হয়েছে। এমন হলে শুধু সার্টটা পাল্টে লুস ফিট শার্ট পরে নিতে পারেন। চাইলে স্লিভ গুটিয়ে একটু ক্যাসুয়াল লুক দিতে পারেন। দেখতে ভাল লাগবে সঙ্গে মানানসই অ্যাক্সেসরিস অ্যাড করলেও মন্দ লাগবে না।
কুর্তা
সঙ্গী ট্র্যাডিশনাল পোশাক পছন্দ করলে, জিন্স বা স্ট্রেট ফিট ট্রাউজারের সঙ্গে শর্ট কুর্তা পরে নিতে পারেন। সঙ্গে লেদারের চপ্পল বেশ মানাবে।