শেষ আপডেট: 24th November 2024 15:51
দ্য ওয়াল ব্যুরো: শহরের হাওয়ায় শীত শীত ভাব। সেই সঙ্গে বেড়েছে দূষণের মাত্রা। রাস্তায় বেরোলেই চারিদিক ধুলোয় ধুলো। নভেম্বরের শেষ আসতে না আসতেই চামড়ায় টান অনুভব হচ্ছে। এদিকে আবার রোজ অফিসে যাওয়ার তাড়া। ফলে ঠিক করে ত্বকের যত্ন নেওয়া হয়েই ওঠে না। আর রবিবার মানেই ছুটির দিন। ফলে সেদিন আর অবহেলা না করে, বেশ কিছুটা সময় ত্বককে দিতেই হবে।
এই সময়টা যদি ত্বকের প্রতি অবহেলা করা হয়, তাহলে কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। সারা বছর ময়েশ্চারাইজারের কথা মনে না পড়লেও শীতকালে একে চা-ই চাই। বাতাসে আর্দ্রতা কমতেই ত্বক শুকিয়ে যায়। ময়েশ্চারাইজার না মাখলে ত্বক খসখসে হয়ে যায়। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গেলে এই ঋতুতে তা মাখতেই হবে।
কারণ এই ঋতুবদলের সময় একটু সচেতন হতে হবে। আর সেই জন্যই রোজকার রূপচর্চায় ব্যবহার করা যেতে পারে বাড়ির তৈরি জিনিসও। বেশিরভাগ মানুষ বাজারচলতি ময়েশ্চারাইজ়ারই ব্যবহার করেন। এতে একেবারেই যে কাজ হয় না, এই কথা ভুল। কিন্তু অনেক সময় বাজারচলতি ময়েশ্চারাইজ়ার কাজে আসে না।
তাছাড়া যেহেতু সারা সপ্তাহে সেভাবে ত্বকের যত্ন নেওয়া হয় না তাই কয়েকটি বিশেষ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। ছুটির দিনে বিশ্রাম তো অবশ্যই করবেন। তবে ত্বকের পরিচর্যাও প্রয়োজন।
শীতকালে মুখে স্ক্রাবিং করা অত্যন্ত জরুরি। খসখসে ভাব দূর হয়ে যায়। সারা সপ্তাহ কাজের চাপ, অফিস যাওয়ার তাড়াহুড়োয় অনেকেই সঠিকভাবে ত্বকের যত্ন নিতে পারেন না। উইকেন্ডে অবশ্যই ত্বকে স্ক্রাব করা উচিত। কারণ ত্বকের মরা কোষ ঝরে গেলে এবং জমা থাকা ময়লা দূর হলে তবেই না উজ্জ্বলতা ফিরে আসবে।
ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে। যদিও এই কাজটা কিছুটা হলেও সময় সাপেক্ষ। ত্বক থেকে এই নোংরা, ময়লা দূর করার জন্য ফেস প্যাক ব্যবহার করতে পারেন। ফেস প্যাকও বাড়িতে তৈরি করে নেওয়া সম্ভব। স্নানের আগে মিনিট ১৫ এই প্যাক মুখে লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তবে এরপরে মশ্চারাইজার কিংবা ক্রিম লাগাতে ভুললে চলবে না। এক্ষেত্রে ত্বকের ধরন অনুসারে প্রোডাক্ট বেছে নেওয়া প্রয়োজন।